1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হুমকি

২২ মার্চ ২০১৯

ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে গত শুক্রবারের হামলায় ৫০ জন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্নের নেয়া বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে৷ তবে এবার তিনি হুমকি পেলেন৷

https://p.dw.com/p/3FTZ3
ছবি: picture-alliance/Zuma Press/Snpa

দেশটির পুলিশ শুক্রবার জানিয়েছে, তারা টুইটারে প্রধানমন্ত্রীকে দেয়া হুমকির তদন্ত করছে৷

নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা জানিয়েছে, একটি টুইটার পোস্টে একটি বন্দুকের ছবির সঙ্গে ‘এরপর আপনি’ ক্যাপশন লিখে সেটি প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে৷ এরপর ঐ টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে৷

তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করে দেখতে পারেনি৷

অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সি ব্রেন্টন টেরান্ট গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদসহ আরেকটি মসজিদে জুম্মার নামাজের সময় হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করেন

এই ঘটনার এক সপ্তাহ পর আজ শুক্রবার আল নূর মসজিদের সামনে জুম্মার নামাজের সময় প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ দেশটির অনেক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন৷ হেডস্কার্ফ ও কালো পোশাক পরিহিত আর্দার্ন সেই সময় দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘‘নিউজিল্যান্ড আপনাদের সাথে একসঙ্গে শোক প্রকাশ করছে৷ আমরা এক৷’’

এই সময় কড়া নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করা হয়েছিল৷ নারী পুলিশ সদস্যরাও হেডস্কার্ফ পরে ছিলেন৷ আর তাঁদের পোশাকে লাল গোলাপ লাগানো ছিল৷

নামাজের সময় উপস্থিত সাধারণ নাগরিকদের অনেকেও হেডস্কার্ফ পরেছিলেন৷ নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়৷

দেশব্যাপী টিভি ও বেতারে জুম্মার নামাজ সরাসরি সম্প্রচার করা হয়৷

আল-নূর মসজিদ ছাড়াও পুরো দেশেই হাজার হাজার মানুষ নিহতদের প্রতি সম্মান জানিয়েছেন৷ অনেকে মসজিদের সামনে মানববন্ধনও তৈরি করেছেন৷

নামাজের আগে আল-নূর মসজিদের ইমাম গামাল ফুদা প্রায় ২০ মিনিট বক্তব্য দেন৷ তিনি বলেন, ‘‘আমাদের হৃদয় ভেঙে গেছে৷ কিন্তু আমরা ভেঙে পড়িনি৷ আমরা বেঁচে আছি৷ আমরা একসঙ্গে আছি৷ আমরা কাউকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করতে দেব না৷’’

নিহতদের আত্মীয়স্বজনদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনাদের ভালোবাসার মানুষদের হত্যা বিফলে যায়নি৷ তাঁদের রক্ত দিয়ে আশার বীজে পানি দেয়া হয়েছে৷’’

উল্লেখ্য, মসজিদে হামলার ঘটনায় দেশটির অস্ত্র বিক্রি আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আর্দার্ন৷ বৃহস্পতিবার তিনি জানান, এবার থেকে সামরিক-শৈলীর সেমি-অটোম্যাটিক ও অটোম্যাটিক অস্ত্র আর বিক্রি করা হবে না দেশটিতে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)