1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাশকতা এড়াতে সতর্ক নির্বাচন কমিশন

৬ মে ২০০৯

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার লোকসভা ভোটে নাশকতা এড়াতে সতর্ক নির্বাচন কমিশন৷ ইভিএম-এর মাধ্যমে নাশকতার চেষ্টার ব্যাপারে সতর্ক করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

https://p.dw.com/p/HkeN
ছবি: AP

প্রথম দফার ভোটে দু একটি নাশকতার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে নির্বিঘ্নেই ভোট হয়েছে৷ তবু ৭মে, দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন৷ বিশেষ করে বীরভূমে মাওবাদী নাশকতার সম্ভাবনা থাকার খবর আছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে৷ এমনকি আপাত শান্তিপূর্ণ জেলাগুলিতেও নাশকতার চেষ্টা হতে পারে বলে গোয়েন্দা দফতর সরকারকে জানিয়েছে৷ পাশাপাশি এই দ্বিতীয় দফার ভোটে ব্যাপক হারে রাজনৈতিক সংঘর্ষ বাধতে পারে বলেও আশঙ্কা৷ যে কারণে এবার সমস্ত বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না রাখা গেলেও সশস্ত্র রক্ষী দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন৷ এছাড়া আধা সামরিক বাহিনী মোতায়েন হচ্ছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে৷ বুথে বুথে টহল দেবে এই বাহিনী৷ সমস্ত বুথেই ভোটারদের লাইন নিয়ন্ত্রণের জন্য থাকবে হোমগার্ড৷

এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের সতর্ক করেছেন যে বৈদ্যুতিন ভোটিং মেশিন বা ইভিএম-এ নাশকতার চেষ্টা হতে পারে৷ এ ব্যাপারে পার্টি কর্মীদেরও সতর্ক করছে বাম দলগুলি৷

ভোটের মুখে এদিকে ফের সংঘর্ষ শুরু হয়েছে নন্দীগ্রামে৷ সামান্য অজুহাতে শুরু হয়ে যাচ্ছে বোমা-গুলির লড়াই৷ খেজুরিতে ফের ঘরছাড়া হয়েছেন মানুষ৷

প্রতিবেদক: শীর্ষ বন্দোপাধ্যায়, সম্পাদনা: আবদুস সাত্তার