নতুন বছরের আগের দিন সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে ভক্তদের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস৷ হঠাৎ করেই এক নারী তাঁর হাত ধরে হেঁচকা টান মারলে হতভম্ব পোপ বাম হাত দিয়ে ওই নারীর হাতে দুইবার চাপড় মেরে নিজের হাত সরিয়ে নেন৷ মুখে স্পষ্ট বিরক্তিভাব ছিল৷ পরদিন নববর্ষের ভাষণে ‘ধৈর্য হারিয়ে খারাপ উদাহরণ’ তৈরির জন্য ক্ষমা চান পোপ৷