1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনরওয়ে

নরওয়ের ইরানি দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ

৩০ সেপ্টেম্বর ২০২২

ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে নরওয়েতে ইরানের দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ। গ্রেপ্তার ৯০ জন।

https://p.dw.com/p/4HYyX
নরওয়ের অসলোতে ইরানের দূতাবাসের সামনে কুর্দিদের বিক্ষোভ।
নরওয়ের অসলোতে ইরানের দূতাবাসের সামনে কুর্দিদের বিক্ষোভ। ছবি: Terje Pedersen/TT/IMAGO

নরওয়েতে ইরানের দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ। দূতাবাস লক্ষ্য করে পাথর মারা হলো। উত্তেজিত জনতা দূতাবাসের প্রবেশদ্বার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দুই জন বিক্ষোভকারী আহত।

বৃহস্পতিবার ইরানের দূতাবাসের সামনে প্রচুর মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল কুর্দিদের পতাকা। বিক্ষোভকারীরা নারী স্বাধীনতা এবং কুর্দিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন।

মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে এখনো তীব্র বিক্ষোভ চলছে। অনেক জায়গায় মেয়েরা হিজাব পোড়াচ্ছেন। পুলিশের গুলি উপেক্ষা করেই বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। এবার সেই বিক্ষোভ নরওয়েতেও হলো।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: Terje Pedersen/NTB via REUTERS

কাঁদানে গ্যাস

পুলিশ জানিয়েছে, বেশ কিছু বিক্ষোভকারী সহিংস এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা দূতাবাসে ঢুকে পড়তে চায়। অন্যরা পাথর ছোড়ে। পুলিশ প্রথমে লাঠি চালায়।

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়।

ইরানে লাগাতার ১২ দিন ধরে প্রতিবাদ হয়েছে এবং হচ্ছে। মাহসা আমিনির মৃত্যুর পর কুর্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সেখানে ৭০ জনকে গ্রেপ্তার করেছে।

জিএইচ/এসজি (রয়টার্স, ডিপিএ)