1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নভেম্বর থেকে সকলের জন্য খুলছে মক্কা

৫ অক্টোবর ২০২০

আগামী ১ নভেম্বর থেকে সব দেশের মুসলিমদের জন্য খুলে যাবে মক্কা। আপাতত মক্কার পবিত্র মসজিদ খুলে দেয়া হলো শুধু সৌদির মুসলিমদের জন্য।

https://p.dw.com/p/3jQq1
ছবি: AFP/Getty Images

মার্চ থেকে বন্ধ ছিল। এতদিন পর কড়াকড়ি বহাল রেখেই খুলে দেয়া হলো মক্কার পবিত্র মসজিদ। এখন প্রতিদিন ছয় হাজার মুসলিমকে পবিত্র মসজিদে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। আপাতত সৌদির মুসলিমরা এই সুযোগ পাচ্ছেন। ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের মুসলিমরাও পাবেন।

হাজি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ''সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে বিশ্বাসের আবহে ভক্তিপূর্ণ হৃদয়ে প্রথম ব্যাচে মুসলিমরা দুই পবিত্র মসজিদে প্রবেশ করলেন।''

Saudi-Arabien Mekka | Erste Pilger nach Coronasperrung
ছবি: Saudi Ministry of Hajj and Umra/AFP/Getty Images

সতর্কতামূলক ব্যবস্থা

প্রথম পর্যায়ে আপাতত শুধু ছয় হাজার সৌদি নাগরিকই মক্কার মসজিদে ঢুকতে পারবেন। ১৮ অক্টোবর থেকে এই, সংখ্যা বাড়িয়ে করা হবে ১৫ হাজার। ১ নভেম্বর থেকে অন্য দেশের মুসলিমদের ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার জনকে মসজিদে ঢুকতে দেয়া হবে।

আগে থেকে অনলাইনে আবেদন করে ঢোকার জন্য সময় নিতে হবে। ভিতরে তিন ঘণ্টা থাকা যাবে। কাবা শরিফ ছোঁয়া যাবে না। দূরত্ব বজায় রেখেই কাবা শরিফ প্রদক্ষিণ করতে হবে।

যাঁরা ঢুকবেন, তাঁদের সঙ্গে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। থার্মাল সেন্সর থাকবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও থাকবে।

দিনের মধ্যে একাধিকবার মসজিদ পরিষ্কার ও জীবাণুশূন্য করা হবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)