নববর্ষের গান
২ জানুয়ারি ২০১৩নববর্ষ, পুরনো গ্লানি মুছে ফেলে এক নতুন অনুভূতির সাড়া জাগায় মনে, নতুন কিছু আলিঙ্গন করার ডাক দেয়৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রেলিয়ার রক সংগীত গোষ্ঠী ‘ইনেক্সেস'-এর হিট গান ‘নিউ সেন্সেশন'-এ যেন এ বিষয়টিই প্রতিফলিত হয়েছে৷
১৯৯৬ সালে মুক্তি পায় বিখ্যাত মার্কিন সংগীত তারকা শেরিল ক্রো-এর স্বনামের অ্যালবাম৷ এই অ্যালবামের একটি হিট গান ‘আ চেঞ্জ'৷ এই গানে মূলত লুকিয়ে আছে একটি দার্শনিক সত্য৷ আর সেটা হলো: কোনো না কোনোভাবে জীবনে একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে৷ নববর্ষ হয়ত বা সেই প্রয়োজনীয় পরিবর্তনই বয়ে আনতে পারে৷
বিখ্যাত ব্রিটিশ সংগীত গোষ্ঠি ‘ইউ টু'-এর একটি সফল অ্যালবাম ‘হাউ টু ডিসম্যাটেল অ্যান অ্যাটোমিক বোম্ব'৷ এই অ্যালবামের একটি হিট গান ‘লাভ অ্যান্ড পিস অর এলস'৷ যুদ্ধ বিগ্রহ বিরোধী এই গানে শান্তি ও ভালোবাসার দাবি প্রতিফলিত হয়েছে জোরালো ভাবে৷ নববর্ষের এ এক চিরায়ত কামনা৷
বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দের মধ্য দিয়ে সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনা করে এক বর্ণাঢ্য পরিবেশে বরণ করা হয় নতুন বছরকে৷ যেমন, প্রতিষ্ঠিত মার্কিন পপ সংগীত শিল্পী জনি নেশ তাঁর গানে আশা, আলোয় ভরপুর একটি সুন্দর দিনের স্বপ্ন দেখেছেন৷