1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ছবি নিষিদ্ধ করার বিরুদ্ধে অমিতাভ বচ্চন

১২ আগস্ট ২০১১

ভারতে বর্ণপ্রথা দিয়ে বিতর্ক বহু পুরনো৷ এবার সেই বর্ণপ্রথা নিয়ে ছবি করেছেন বিগ বি, মানে অমিতাভ বচ্চন৷ কিন্তু সেই ছবি কয়েকটি রাজ্য নিষিদ্ধ করায় তার সমালোচনা করলেন বিগ বি৷

https://p.dw.com/p/12FXe
ছবি নিষিদ্ধ হোক চাননা বচ্চনছবি: UNI

পরিচালক প্রকাশ ঝা'র নতুন ছবি ‘আরক্ষণ' এখনও মুক্তি পায়নি৷ তবে ইতিমধ্যে সেই ছবি নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গেছে৷ কয়েকদিন আগে মুম্বই সিনেমা হলের সামনে ভাংচুরও চালায় প্রতিবাদকারীরা৷ ছবিটি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ৷ তাদের অভিযোগ, ছবিটিতে নিম্ন বর্ণের হিন্দুদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে৷

বচ্চন ছবি নিষিদ্ধ করার এই সিদ্ধান্তে বেশ দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন৷ তবে তাঁর দাবি, ছবিটিতে ভারতীয় সমাজের একটি প্রতিবিম্ব ফুটে উঠেছে৷ ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলো কিনা আমি তার পরোয়া করি না, নিজের ওয়েবসাইটে এভাবে প্রতিক্রিয়া জানালেন এই বলিউড তারকা৷

আরক্ষণ ছবিটিতে একটি স্কুলের অধ্যক্ষের ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন৷ এতে দেখানো হয় তাঁর ওপর কোটা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ভারতীয় সংবিধানে নিম্নবর্ণের হিন্দুদের জন্য চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে সমালোচকদের মতে, এই কোটা পদ্ধতির কারণে উচ্চবর্ণের অনেক মেধাবী প্রার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ