1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজরুলের সমাধি সৌধ উদ্বোধন

২৭ আগস্ট ২০০৯

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ উদ্বোধন করেছেন৷ বিদ্রোহী কবির তেত্রিশতম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুস্পস্তবকও অর্পণ করেন প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/JJUv
ছবি: Harun Ur Rashid Swapan

এছাড়াও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানায়৷

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন ও বুদ্ধিজীবী সমাধি সৌধের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ পরে কবির মাজারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন তিনি৷ এসময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, কবিপরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন৷

পরে একে একে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো কবির মাজারে শ্রদ্ধা জানায়৷ মহাসচিব খন্দকার দেলোয়ারের নেতৃত্বে কবিকে শ্রদ্ধা জানায় বিএনপি৷

নজরুল বিশ্ববিদ্যালয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন বিদ্রোহী কবির চেতনা ও আজকের দিনে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আলাদাভাবে কবিকে শ্রদ্ধা জানানো হয়৷

এছাড়া কুমিল্লা ও ময়মনসিংহের ত্রিশালে আয়োজন করা হয় অনুষ্ঠানের৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক