নকল বন্দুকের কারণে ফ্রান্সের বিমানবন্দরে আতঙ্ক!
২৬ ডিসেম্বর ২০১৮বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনা সম্পর্কে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ এ দুই তরুণকে আটক করেছে৷ তবে তাদের কাছ থেকে উদ্ধার করা বন্দুকগুলো আসল নয়৷ এ ধরনের বন্দুকের গুলিতে মৃত্যু ঝুঁকি নেই৷
বিমান বন্দরের এক যাত্রী ঐ তরুণদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে ধারণা করে বিমানবন্দরের নিরাপত্তা সংকেত বাজায়৷ এ সময় পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এ দুই ব্যাক্তিকে আটক করে এবং বাড়তি নিরাপত্তার প্রয়োজনে বিমান বন্দরের দুই নম্বর টার্মিনাল থেকে যাত্রীদের সরিয়ে নেয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয় বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন৷
একেবারে আসল পিস্তলের মতো দেখতে খেলনা পিস্তল নিয়েও বিমান বন্দরে প্রবেশ করা নিষেধ৷ সে কারণেই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷
গত কয়েক বছরে ফ্রান্সে উগ্র ইসলামপন্থিদের বেশ কয়েকটি হামলা হয়েছে৷ হামলাগুলোয় কয়েকশ’ মানুষ হতাহত হয়েছে৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দেশটিতে৷
আরআর/এসিবি (এফপি, রয়টার্স)