1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

২৭ সেপ্টেম্বর ২০১১

আগামি ৩রা অক্টোবর বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের ব্যাপারে আদেশ দেবেন৷ তবে সাঈদীর আইনজীবী দাবি করেন যে, তার বিরুদ্ধে কোনো কার্যকর অভিযোগ উত্থাপনে প্রসিকিউশন ব্যর্থ হয়ছে৷

https://p.dw.com/p/12hYD
The appeals court of Dhaka on Wednesday upheld the government's travel bar on Jamaat-e-Islami leader Delwar Hossain Sayeedi, just two hours after a High Court ruling declared the government's refusal to allow him to board an overseas flight illegal.
দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

টানা তিন দিন শুনানির পর মঙ্গলবার, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়৷ শুনানিতে একাত্তেরর মুক্তিযুদ্ধের সময় সাঈদীর মানবতা বিরোধী অপরাধের কথা তুলে ধরা হয়৷ বিশেষ করে দক্ষিণের জেলা পিরোজপুরের পারেরহাটে তার নেতৃ্ত্বে যেসব যুদ্ধাপরাধ সংঘঠিত হয়েছে, তার বর্ণনা দেয়া হয়৷ বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুন্যালে প্রসিকউশন সাঈদীর বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং নারী নির্যাতনের অভিযোগ আনে৷ সাঈদী পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেন বলে জানান হয়৷ শুনানি শেষে আদালত আগামী ৩রা অক্টোবর অভিযোগ গঠনের ব্যাপারে আদেশ দেয়ার দিন ঠিক করেন৷ যা সাংবাদিকদের জানান প্রসিকিউশনের আইনজীবী ব্যারিস্টার হয়দার আলী৷

তবে দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপনে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন৷ তাদের অনুষ্ঠানিক অভিযোগে অপরাধের কোনো বর্ণনা নেই৷ আর অপরাধের মাধ্যমে কোনো আইনের লংঘন হয়েছে - তাও স্পষ্ট নয়৷

http://en.wikipedia.org/wiki/File:BDP.jpg A Selection of Pamphlets on Bangladesh's Independence Movement. In the fast breaking events of 1971-1972, in which a movement for independence exploded in what was then West Pakistan, the Pakistan authorities attempted to suppress the movement by military force. When India moved in to settle the issue, the Library's New Delhi Field Office was able to get pamphlets from all parties putting forward their positions. As is true for collections of pamphlets on many other subjects that would not each merit individual cataloging, these items have been preserved and cataloged as a collection so that future scholars may study the events and propaganda battle. (Southern Asian Pamphlet Collection, Asian Division)
সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালের ১৯শে জুন গ্রেফতার করা হয়ছবি: Public domain

জবাবে প্রসিকিউশনের আইনজীবী ব্যারিস্টার হয়দার আলী বলেন, আসামি পক্ষের অভিযোগ ঠিক নয়৷ তিনি জানান, যথেষ্ঠ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাঁরা সাঈদীর বিরুদ্ধে সুনির্দষ্টভাবে অভিযোগ উত্থাপন করেছেন৷

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালের ১৯শে জুন গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধেই যুদ্ধাপরাধ মামলায় প্রথম অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়৷ ৩রা অক্টোবর অভিযোগ গঠন হলে, যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয়ে যাবে৷ এই মামলায় আরো ছয় জনকে গ্রেফতার করা হয়েছে৷ তারা হলেন জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীম৷ এদের মধ্যে আব্দুল আলীম ঢাকা শহর না ছাড়ার শর্তে জামিনে আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ