1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ধর্ষ স্প্যানিয়ার্ডের জয়

১৫ জুন ২০১২

গতকাল দান্সকে খেলা ছিল স্পেন বনাম আয়ারল্যান্ডের৷ নিখুঁতভাবে খেলেছে স্পেন৷ মন্ত্রমুগ্ধের মতো তা উপভোগ করেছে দর্শক৷ এ'দিন গানে স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল আয়ারল্যান্ডের ফ্যানরা৷

https://p.dw.com/p/15FqD
ছবি: Reuters

গতকাল স্পেন এবং আয়ারল্যান্ডের খেলাটি যে ছিল মোটামুটি একচেটিয়া, তা নিঃসন্দেহে বলা যায়৷ খেলা শেষ হয় ৪-০ গোলে৷ রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার স্যার্জিও রামোস বেস জোর গলায় বলেন যে, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ধীরে ধীরে তাদের ফর্মে ফিরে যাচ্ছে এবং তা তারা মাঠেই দেখিয়ে দিচ্ছে৷ গতকালই আয়ারল্যান্ডের সঙ্গে তা প্রমাণ করলো৷

গতকালকের খেলায় চারটি গোলের মধ্যে দুটি গোলই করেন চেলসির স্ট্রাইকার ফ্যারনান্দো টোরেস৷ দর্শকরা স্প্যানিয়ার্ডদের আক্রমনাত্মক খেলা মুগ্ধ হয়ে দেখেছে মাঠে এবং টেলিভিশনের সামনে৷ এমনকি জার্মান দলের কোচ ইওয়াখিম ল্যোভও ছিলেন মাঠে৷ তিনি দেখেছেন কীভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেছে স্প্যানিয়ার্ডরা৷

২৬ বছর বয়স্ক ডিফেন্ডার রামোস বলেন, ‘‘প্রতিটি খেলায় জেতা নিঃসন্দেহে জরুরি৷ এবং আমাদের কাছে তা আরো বেশি গুরুত্বপূর্ণ৷''

UEFA EURO 2012 Europameisterschaft Irland vs Spanien
গদানস্কের গ্যালারিতে দুই দলের সমর্থকরাছবি: Getty Images

রামোস আরো বলেন, ‘‘আমরা যেভাবে খেলছি তাতে আমাদের ভেতর আত্মবিশ্বাস বাড়ছে৷ এভাবে খেলার ফলে যে ধরণের ফলাফল আমরা হাতে পাচ্ছি, তা এক কথায় অসাধারণ৷ আমরা পুরো টুর্নামেন্টে এভাবেই খেলে যেতে চাই৷''

প্রসঙ্গত, আগামী সোমবার স্পেন খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷

২০০৮ সালের ইউরো কাপে ফ্যারনান্দো টোরেস সবার নজর কেড়েছিলেন৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ গতবারের ইউরো কাপ জিতেছিল স্পেন৷ তাতে টোরেস'এর অবদান ছিল অনস্বীকার্য৷ ২৮ বছর বয়সি চেলসির এই স্ট্রাইকার গতকালের খেলা প্রসঙ্গে বলেন, ‘‘শুরু থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জেতা আমাদের জন্য জরুরি ছিল৷ মাঠে আমরা দেখিয়েছি যে, এ খেলা জিততে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা সেই অনুযায়ী দলকে এগিয়ে নিয়ে গেছি৷ প্রথম গোলটিই আমাদের আত্নবিশ্বাস বাড়িয়ে দেয়৷ আমাদের বিজয়ের চেতনাকে জাগ্রত করে৷ সে জন্যই বোধ করি খুব সহজেই আমরা জিতে যাই৷ আমাদের আর মাত্র একটি পয়েন্টের প্রয়োজন৷ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমরা তৈরি৷ সামনে রয়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা৷ আমাদের মনোযেগ এখন সেই খেলার দিকে৷ আমি আমার দলকে চিনি৷ আমাদের দল হচ্ছে বিশ্বসেরা৷ একারণেই আমরা ২০০৮ সালে ইউরো কাপ জিতেছি, ২০১০ সালে জিতেছি বিশ্বকাপ৷''

আর আয়ারল্যান্ড? আয়ারল্যান্ডের ফ্যানরা তাদের দেশের পতাকা উড়িয়েছে মাঠে গোটা সময় ধরে৷ সবার পরণে ছিল সবুজ পোশাক৷ সাদা এবং কমলা রঙের মিশ্রণে তৈরি পরচুলা৷ চারটি গোল খাওয়ার পর ফ্যানরা গান গেয়ে উৎসাহিত করে যাচ্ছিল খেলোয়াড়দের৷ তারা এক মুহূর্তও থেমে থাকেনি৷ খেলা শেষে সবাই হতাশ হয়ে ফিরে গেছে৷ ক্যাফে এবং শহরের বিভিন্ন বারে তারা ভীড় করেছে৷ স্পেনের সঙ্গে হেরে যাওয়ার ফলে আয়ারল্যান্ডের সংগ্রহে কোনো পয়েন্ট আসেনি৷ তাই গ্রুপ সি-তে আয়ারল্যান্ডের স্কোর এখনো শুন্য৷

আজ রয়েছে আরো দুটি খেলা৷ সুইডেন বনাম ইংল্যান্ড এবং ইউক্রেন বনাম ফ্রান্স৷

এমজে / ডিজি (রয়টার্স, এএফপি)