1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাবলিক বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০১২

বাংলাদেশের ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন চলছে অচলাবস্থা৷ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা৷

https://p.dw.com/p/14moU
ছবি: AP

ফলে ঐ দু'টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে৷ এনিয়ে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ৷ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন উপচার্যের পদত্যাগের দাবীতে শিক্ষকদের আন্দোলন নতুন ঘটনা৷ তবে এটার একটা সমাধান হওয়া প্রয়োজন৷ তবে তিনি এও বলেন উপার্যকে বাদ না দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব৷

বুয়েটের শিক্ষকরা উপচার্য এবং প্রো উপাচার্যের পদত্যাগের দাবীতে ক্লাস বর্জন করে আসছেন একমাস ধরে৷ তাদের দাবী উপাচার্য নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত৷ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্যাম্পাসে সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে৷ জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই আন্দোলনে যোগ দিয়েছেন৷ এবং তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যার অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন এই পরিস্থিতি তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা৷ এবং এ নিয়ে তারা উদ্বিগ্ন৷

তিনি বলেন তবে এনিয়ে পরস্পর বিরোধী কথা এবং তথ্য পাওয়া যাচ্ছে৷ উপাচার্যের বিপক্ষে যেমন শিক্ষকরা আছেন৷ তেমনি পক্ষেও আছেন৷ আবার বুয়েটের কর্মচারীরা উপচার্য বিরোধী শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান মনে করেন উপাচার্যের পদত্যাগেই যে সব সমস্যার সমাধান হবে তা নয়৷ এতে সবপক্ষকে বস্তুনিষ্ঠভাবে অভিযোগ প্রমাণ করতে হবে৷

মঞ্জুরী কমিশন আশা করে সহসাই এই অচলবস্থার অবসান হবে৷ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা শিগগিরই ক্লাসে ফিরে যাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম