1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির চাঁদনি চক বাজারে আগুন, বহু দোকান ছাই

৬ জানুয়ারি ২০২২

বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে। বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

https://p.dw.com/p/45CNe
প্রতীকী ছবি।ছবি: Badar Ali

লালকেল্লার ঠিক উল্টোদিকেই চাঁদনী চক। পুরনো দিল্লির এই প্রাচীন এলাকায় একদিকে যেমন রয়েছে বেশ কিছু হেরিটেজ ভবন, আবার এই এলাকা রাজধানীর অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র। সেই চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভোর পৌনে পাঁচটা নাগাদ ভয়াবহ আগুনলাগে।

খবর পেয়েই সেখানে পৌঁছায় ১২টি দমকল। ততক্ষণে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। লাজপত রাই মার্কেটে ইলেকট্রিক সামগ্রীর দোকান বেশি।

চাঁদনি চক এমনিতেই খুব ঘিঞ্জি এলাকা। সেখানকার বাজারগুলিতেও ছোট জায়গায় প্রচুর দোকান রয়েছে। একেকটা বাজারে একেক ধরনের জিনিস পাওয়া যায়। কোনোটা ইলেকট্রিক সামগ্রীর দোকান, কোনোটা পোশাকের বাজার, কোনোটা জুতোর, কোনোটা চশমার ফ্রেমের। সবগুলিই মূলত পাইকারি দোকান। সেই সঙ্গে চাঁদনি চক প্রসিদ্ধ তার খাওয়া-দাওয়ার জন্য। এখানকার চাট, পরোটা, মোগলাই খাবার এবং মিষ্টি খুবই প্রসিদ্ধ।

এদিন চাঁদনির বাজারে কেন আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে আগুনে প্রচুর ছোট দোকান ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)