1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু নিরাপত্তা

২৪ মার্চ ২০১২

দক্ষিণ কোরিয়ার সৌলে সোমবার থেকে পরমাণু নিরাপত্তা বিষয়ে ‍একটি দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে৷

https://p.dw.com/p/14Qxv
ছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের প্রায় ৫০টি'রও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে যোগ দেবেন৷ থাকবেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও  ইন্টারপোলের প্রতিনিধিরাও৷

পরমাণু সন্ত্রাসীদের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে৷ পরমাণু বোমা তৈরির জন্য যে ধরণের উপাদান প্রয়োজন সেগুলো যেন সন্ত্রাসীদের কাছে পৌঁছুতে না পারে সেরকম একটি পন্থা বের করার চেষ্টা করা হবে৷

এদিকে উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া যদি সম্মেলনে উত্তরের পরমাণু কর্মসূচির বিষয়টি তোলে তাহলে সেটা হবে যুদ্ধ ঘোষণার নামান্তর৷

উল্লেখ্য, আগামী মাসে একটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছে উত্তর কোরিয়া৷ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোই এর লক্ষ্য বলে জানানো হয়েছে৷

তবে পশ্চিমা বিশ্বের ধারণা, এর মাধ্যমে পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য