1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকাতেই ফিরে যেতে চান অ্যালান ডোনাল্ড

৫ জুন ২০১১

সাবেক আফ্রিকান ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড নিউজিল্যান্ডের ফুল টাইম বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন৷ আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়াতেই৷

https://p.dw.com/p/11UiJ
অ্যালান ডোনাল্ডছবি: AP

ডোনাল্ডকে হারানোটা নিউজিল্যান্ডের জন্য হতাশাজনক একটি বিষয় মনে করছে নিউজিল্যান্ড ক্রিকেট৷ নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভহান জানান, নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ডোনাল্ডের একটি মৌখিক চুক্তি হয়েছিলো৷ তবে ডোনাল্ড হঠাৎ করেই মত বদল করেছেন৷

জাস্টিন বলেন, ডোনাল্ডকে ফেরানোর জন্য সম্ভাব্য সব কিছুই আমরা করেছি৷ তবে এটা ঠিক যে তিনি ও তাঁর পরিবার দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করাটাই পছন্দ করবেন৷

জাস্টিন আরও বলেন, আসলে দু:খজনক ব্যাপার এই যে প্রফেশনাল খেলার রীতিটাই এমন৷ এবং ডোনাল্ডের নতুন এই সিদ্ধান্তের কারণটা আমি বুঝতে পেরেছি৷ এটা সত্যিই হতাশাজনক৷

এ বছরের জানুয়ারি থেকে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ড চুক্তিভিত্তিতে নিউজিল্যান্ডের হয়ে কাজ করেছেন৷ এর পর তিনি অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন৷ কিন্তু অস্ট্রেলিয়া নিজেদের সাবেক ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডরমেটকে নিয়োগ দিলে নিউজিল্যান্ডেই থেকে যেতে চেয়েছিলেন ডোনাল্ড৷

তবে গত কয়েক দিনে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্সটেনের নিজ দেশে প্রধান কোচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ ফলে ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করছে দক্ষিণ আফ্রিকা৷ আর একারণেই ডোনাল্ডের এই সিদ্ধান্ত৷

প্রতিবেদন: জান্নতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম