1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলিতে শক্তিশালী বিস্ফোরণ, বেনগাজিতে রাশিয়ার দুত

৭ জুন ২০১১

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মঙ্গলবার প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে৷ এদিকে রাশিয়ার একজন দূত মঙ্গলবার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ অন্যদিকে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী এখন চীনে৷

https://p.dw.com/p/11Vsb
পরপর চারটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছবি: picture-alliance/dpa

রাজধানী ত্রিপোলিতে মঙ্গলবার পরপর চারটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে৷ তার মধ্যে তিনটিই ঘটেছে বাব আল-আজিজিয়া কমপ্লেক্সে৷ লিবিয় নেতা মুয়াম্মার গাদ্দাফির আবাসস্থল সংলগ্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে৷ স্থানীয় সময় বেলা ১০টা ৪৫ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ এবং এরপরে পরপর আরো তিনটি বিস্ফোরণ ঘটে৷ ত্রিপোলিতে বিদেশি প্রতিবেদকরা যে হোটেলটিতে অবস্থান করছেন, সেখান থেকেও বিস্ফোরণের ধাক্কা টের পাওয়া গেছে৷ লিবিয়ায় ন্যাটো জঙ্গি বিমানগুলো বারবারই লিবিয় নেতার আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রকাশ৷

এপ্রিলের ৩০ তারিখে ন্যাটোর এইরকমই জঙ্গি বিমান হামলায় গাদ্দাফির ছেলে সাইফ আল-আরব প্রাণ হারায়৷ মার্চ মাসের শেষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা নিশ্চিত করতে ঐ বিমান হামলা শুরু করা হয়৷

Libyen Gaddafi Archiv 2009
৪২ বছর ধরে লিবিয়ার ক্ষমতায় আছেন গাদ্দাফিছবি: dapd

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের দূত মিখাইল মার্গেলভ মঙ্গলবার বেনগাজিতে লিবিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ এই প্রথম রাশিয়ার কোন শীর্ষ কর্মকর্তা বিদ্রোহীদের মূল ঘাঁটিতে গেলেন৷ বেনগাজির বিমান বন্দরে নেমে মার্গেলভ সাংবাদিকদের বলেন, দুই শিবিরের মধ্যে সংলাপের ব্যবস্থা করতেই আমরা বেনগাজিতে এসেছি৷ এদিকে মৌরিটানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আব্দেল আজিজ বলেছেন, মুয়াম্মার গাদ্দাফি আর লিবিয়ার নেতৃত্ব দিতে পারবেন না, তাকে ক্ষমতা ছাড়তে হবে৷ এএফপির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, যাই হোক না কেন তা আলোচনার মাধ্যমেই হতে হবে৷ তিনি আর লিবিয়ার নেতৃত্ব দিতে পারবেন না৷ তার প্রস্থান জরুরি৷

ওদিকে বেইজিং নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দেলাতি ওবেইদি মঙ্গলবার চীনে পৌঁছেছেন৷ তাঁর এই সফরের আগে মিসরে নিযুক্ত একজন চীনা কূটনীতিক লিবিয়ার বিদ্রোহীদের প্রধান ঘাঁটি বেনগাজিতে গাদ্দাফির বিরুদ্ধে লড়াইরত জাতীয় অন্তর্বর্তী পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন৷ চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হং লেই সাংবাদিকদের জানান, লিবিয় পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত চীনে থাকবেন৷ কথা বলবেন তিনি চীনা পররাষ্ট্রমন্তরী ইয়াং জিয়েচির সঙ্গে৷ এই কূটনৈতিক তৎপরতা এই ইঙ্গিতই দিচ্ছে যে, লিবিয়ার ব্যপারে চীনের অর্থনৈতিক আগ্রহ রয়েছে৷ হং বলেন, লিবিয়ার পরিস্থিতি এবং লিবিয়া সঙ্কটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে দুই পক্ষ মতবিনিময় করবে৷

৪২ বছর ধরে চলা গাদ্দাফির শাসনের বিরোধিতা করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে লিবিয়ায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান