1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

তৃতীয় দফায় পণবন্দিদের মুক্তি দিল হামাস

২৭ নভেম্বর ২০২৩

রোববার ইসরায়েলও আরো ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। হামাস সংঘর্ষ-বিরতি আরো বাড়াতে চায় বলে জানা গেছে।

https://p.dw.com/p/4ZTJs
গাজা থেকে মুক্তি দেওয়া হয়েছে এই পণবন্দিদের
মুক্তির পর ফিরছেন পণবন্দিরাছবি: Ibraheem Abu Mustafa/REUTERS

শুক্রবার থেকে সংঘর্ষ-বিরতি শুরু হয়েছে। চারদিনের এই বিরতি হামাস আরো বাড়াতে চায় বলে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে। তবে ইসরায়েল এখনো নিজেদের অবস্থান জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ''সংঘর্ষ-বিরতি আরো প্রলম্বিত হোক।''

ইয়েমেনের সমুদ্রে ইসরায়েলের ট্যাঙ্কার আটক ও মুক্ত

ইয়েমেনের কাছে গালফ অফ এডেনে ইসরায়েলের একটি সংস্থার কমার্শিয়াল জাহাজ ডিসট্রেস কল দিয়েছিল বলে মার্কিন সেনা জানিয়েছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, জাহাজটির নাম সেন্ট্রাল পার্ক। একটি ইসরায়েলি সংস্থা এই জাহাজটির সঙ্গে যুক্ত। যার নাম জোডিয়াক মেরিটাইম।

সংবাদ সংস্থা রয়টার্সকে মার্কিন সেনার এক কর্মকর্তা নাম প্রকাশ করা যাবে না এই শর্তে জানিয়েছেন, সেন্ট্রাল পার্ক জাহাজটির থেকে ডিসট্রেস কল পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ডেসট্রয়ার ইউএসএস ম্যাসন ঘটনাস্থলের দিকে রওনা হয়। তারাই ইসরায়েলের জাহাজটিকে মুক্ত করে। কিন্তু জাহাজটিকে কারা আটক করেছিল সে বিষয়ে একটি কথাও বলতে চায়নি মার্কিন সেনা এবং ইসরায়েলি সংস্থা। সোমবার সকালে জাহাজটি আবার রওনা দিয়েছে। জাহাজে ২২জন কর্মী আছেন।

এর আগেও মধ্যপ্রাচ্যের সমুদ্রে এমন ঘটনা ঘটেছে। ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পরেই এমন ঘটনা ঘটতে শুরু করেছে। এর আগে হুতি বিদ্রোহীরা ওই পথে জাহাজ আটক করেছিল।

ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে মাস্কের বৈঠক

সোমবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা এক্স-এর প্রধান ইলন মাস্কের। ইসরায়েলের প্রশাসন এখবর জানিয়েছে। সম্প্রতি মাস্কের এক্স-এ ইহুদি-বিরোধী মন্তব্য প্রবলভাবে ছড়িয়েছে বলে ইসরায়েলের অভিযোগ। প্রেসিডেন্ট এবিষয়ে মাস্কের সঙ্গে কথা বলতে পারেন বলে ইসরায়েল সূত্রে জানানো হয়েছে। তবে এক্স-এর মতো সমাজ মাধ্যমে আদৌ এই ধরনের মন্তব্য আটকানো যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সমাজ-মাধ্যম বিশেষজ্ঞেরা। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুধু প্রেসিডেন্ট নন, মাস্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করতে পারেন।

এদিকে জেরুসালেমে গিয়ে জার্মান প্রেসিডেন্টও জানিয়েছেন, জার্মানি সম্পূর্ণভাবে ইসরায়েলের পাশে আছে। ৭ অক্টোবরের পর ইসরায়েলের সম্পূর্ণ অধিকার আছে হামাসের উপর আক্রমণ করার।

বন্দি মুক্তি

এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের সংঘর্ষ-বিরতি শুরু হয়েছে। শুক্র, শনি, রবি তিনদিনই দফায় দফায় পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। পরিবর্তে ইসরায়েলও তাদের জেলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে। সোমবার আরো বন্দি প্রত্যার্পণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত, হামাস সংঘর্ষ-বিরতি আরো বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)