1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উপজেলা নির্বাচন চায় আওয়ামী লীগ-বিএনপি

সাগর সরওয়ার৩০ জুলাই ২০০৮

গ্যাটকো দুর্নীতি মামলায় বুধবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সংস্কারপন্থি নেতা আব্দুল মান্নান ভুঁইয়া৷ এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে জেলে থাকা বেশ কয়েকজন রাজনীতিবিদ মুক্তি পেলেন৷

https://p.dw.com/p/EnVv
উপজেলা নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ-বিএনপি সমঝোতাছবি: AP/DW

হাইকোর্ট থেকে তারা জামিন পেলেও এর বিরুদ্ধে সু্প্রীম কোর্টে কোন আপিল করেনি সরকার৷ দৈনিক সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন কে প্রশ্ন করা হয়েছিল, দূর্বল মামলার কারণেই কি দুর্নীতির দায়ে অভিযুক্তরা মুক্তি পাচ্ছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত সরকার যে মামলা দায়ের করেছে তা জরুরি বিধিমলায় করা হয়েছি৷ সরকার এখন জরুরি বিধিমালা কিছুটা শিথিল করেছে৷ আর এরই মধ্যে আমরা দেখলাম এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকজন রাজনীতিবিদ মুক্তি পেয়ে গেলেন, জামিন পেলেন৷ কিন্তু সরকার এ বিষয়ে সুপ্রীম কোর্টে আপিল না করার কারণে আমরা মনে করছি সরকার নমনীয় অবস্থান বা শিথিল অবস্থান নিয়েছে৷

কাশেম হুমায়ূন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাকে উদ্ধৃত করে বলেন, দুর্নীতি আগের অবস্থায় ফিরে যাবে না৷

তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ গ্রহনের জন্য যে তাদের ছেড়ে দেয়া হচ্ছে তা তিনি মনে করে না৷

তিনি আরো বলেন, বর্তমান অবস্থায় অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এখনো পরিস্কার নয়৷ তিনি বলেন, আওয়ামী লীগ চাইছে সংসদ ও উপজেলা নির্বাচন একই দিনে হোক আর বিএনপি চাইছে আগে সংসদ পরে উপজেলা নির্বাচন৷ তবে দুই দলই চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হোক উপজেলা নির্বাচন৷