1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা শহরকে দুইভাগ না করার আহ্বান

২৬ নভেম্বর ২০১১

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ না করার আহ্বান জানিয়ে মেয়র সাদেক হোসেন খোকা ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন না৷ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেই তিনি পদত্যাগ করবেন৷

https://p.dw.com/p/13HkK
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা (মধ্যে)ছবি: Mustafiz Mamun

আগামী নির্বাচনে প্রার্থী হবেন না- এমন ঘোষণা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ না করার আহ্বান জানিয়েছেন দীর্ঘ নয় বছরের মেয়র সাদেক হোসেন খোকা৷ এক সংবাদ সম্মেলন তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন৷ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগ করবো৷

এর আগে গত শুক্রবার রাতে তিনি এই সংবাদ সম্মেলন ডাকার পর থেকেই গুঞ্জন শুরু হয়- পদত্যাগ করার ঘোষণা দিতেই তিনি সাংবাদিকদের ডেকেছেন৷ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনগতভাবে যতোদিন দায়িত্ব পালন করা সম্ভব, তিনি তা করবেন৷ সংবাদ সম্মেলন শুরুর আগেই কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা সেখানে জড়ো হতে শুরু করেন৷

প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩শে নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়৷ এর আগে এই প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ৷ ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে৷ বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দু'জন প্রশাসক নিয়োগ করতে পারবে৷ বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা এবং কাউন্সিলররা আর তাদের পদে বহাল থাকতে পারবেন না৷

ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে ঢাকার গোড়াপত্তন হয়৷ তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর৷ ১৮৬৪ সালে ঢাকা পৌরসভায় উন্নীত হয়৷ ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী হয় শহরটি৷ ১৯৭৮ সালে পৌরসভা থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় ঢাকা৷ ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হয় ঢাকা সিটি কর্পোরেশন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম