1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় পাকিস্তান দলের হুঁশিয়ারি, আমাদেরকে হালকাভাবে নেবেন না

১২ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে দিয়ে পাকিস্তান দলের অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, তার দলকে যেন ছোট জ্ঞান করা না হয়৷ তিনি বলেন, পাতানো খেলা কেলেঙ্কারির পরে খেলোয়াড়রা নতুন করে শুরু করেছেন৷

https://p.dw.com/p/10GDO
পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদিছবি: AP

১৯-শে ফেব্রুয়ারি বংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শনিবারে আফ্রিদি ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয় আমরা সত্যিই খুব কঠিন পরিস্থিতি পার করছি৷ তবে আমরা দলকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি এবং নীতিগত দিকেও নজর দেওয়া হচ্ছে৷ আমি নিশ্চিত যে দল এখন খুব ভালো অবস্থানে আছে৷'' পাকিস্তানী অধিনায়ক বলেন, ‘‘বিশ্বকাপ আমাদের জন্য এবং আমাদের দেশের জন্যে কতোটা জরুরি তা আমরা জানি৷ অন্যান্য দলের জন্যে আমাদের বার্তা হচ্ছে, আমাদের দলকে খাটো করে দেখা উচিত হবে না৷''

আফ্রিদির দল আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকায় অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে৷ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ২৩-শে ফেব্রুয়ারি কেনিয়ার বিরুদ্ধে৷ আর ম্যাচটি হবে শ্রীলংকার হামবানটোলা শহরে৷ পাকিস্তান দলের অধিনায়ক বলেন, তাঁর নেতৃত্বে দল একত্রিতভাবে খেলার ওপরে জোর দেবে৷ আফ্রিদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক বিজয়ে দলের নীতিগত শক্ত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তাঁরা একটা বড় ইভেন্টে বিজয় লাভ এবং ভালো ক্রিকেট খেলার জন্যে মরিয়া হয়ে আছেন৷ তিনি তাঁর দলের খেলোয়াড়দের সম্পর্কে বলেন, ‘‘আমাদের দলে খুব ভালো কিছু তরুণ খেলোয়াড় আছে এবং এবং তাঁদের সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও আছেন৷'' শুধু ব্যাটিং না, তিনি দলের বোলারদেরও প্রশংসা করে বলেন, বিশেষভাবে শোয়েব আক্তার ছাড়াও বেশ কয়েকজন ফাস্ট বোলার রয়েছে দলে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক