1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার দূতাবাস থেকে ১৯০ কর্মীকে ভারতে আনা হলো

৭ আগস্ট ২০২৪

বাংলাদেশ থেকে ১৯০ জন দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে নিয়ে দিল্লি এলো এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান৷

https://p.dw.com/p/4jCYu
এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিমানবন্দরে দাঁড়িয়ে আছে।
এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা থেকে দূতাবাসের কর্মীরা পরিবার-সহ দিল্লি ফিরেছেন। ছবি: Almaas Masood/REUTERS

বাংলাদেশের দূতাবাস থেকে কর্মীসংখ্যা অনেকটাই কমিয়ে দেয়া হলো৷ ঢাকায় জনা তিরিশেক সিনিয়র কর্মীকে রেখে দিয়ে ১৯০ জন দূতাবাস কর্মী ও তাদের পরিবার ভারতে ফিরে এসেছেন৷ ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতের উপ দূতাবাস আছে৷

সূত্র জানিয়েছে, ভারতীয় হাইকমিশনের নন-এসেনশিয়াল স্টাফ বা অতি-প্রয়োজনীয় নয় এমন কর্মীরা তাদের পরিবার-সহ ফেরত এসেছেন৷ তারা স্বেচ্ছায় ভারতে ফিরে এসেছেন৷

ঢাকায় ভারতীয় দূতাবাসে কাজ যথারীতি হচ্ছে৷ বাংলাদেশে যে ভারতীয়রা আছেন, তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে৷

ভারতীয়দের ফেরাতে

বাংলাদেশে আটকে যাওয়া ভারতীয়দের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিশেষ ফ্লাইট চালাচ্ছে বলে নিউজ১৮ জানিয়েছে৷ বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছয় শিশু-সহ ২০৫জন ভারতে ফিরেছেন৷ মঙ্গলবার ইন্ডিগোর ফ্লাইট ঢাকা থেকে কলকাতা এসেছে৷ সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, সেই বিমানে দুইশজন যাত্রী ছিলেন৷

হাসিনা এখনো ভারতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে আছেন৷ মঙ্গলবারই সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, খুব কম সময়ের মধ্যে শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান৷ তাকে সাময়িকভাবে সেই অনুমতি দেয়া হয়৷

সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিরোধী নেতাদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য কয়েকদিন সময় দিচ্ছে সরকার৷

সূত্র জানাচ্ছে, ভারত চায়, শেখ হাসিনা কয়েকদিনের মধ্যে ভারত থেকে চলে যান৷ সেই চেষ্টা চলছে৷

দ্য ডেইলি স্টার জানাচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ এম মাহবুব উদ্দিন খোকন ভারতকে বলেছেন, তারা যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠায়৷ তিনি বলেছেন, ‘‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই৷ শেখ হাসিনা বাংলাদেশের এতজনকে মেরেছেন, তারপর দেশ ছেড়ে পালিয়ে গেছেন৷ তাই তাকে বাংলাদেশের হাতে তুলে দিক ভারত৷''

জিএইচ/কেএম(পিটিআই, এএনআই)