1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেল্টাকে থামাবে তাদের ভ্যাকসিন, দাবি জনসনের

২ জুলাই ২০২১

ডেল্টা সহ করোনা ভাইরাসের সব প্রজাতিকেই থামাবে তাদের ভ্যাকসিন। দাবি করলো জনসন অ্যান্ড জনসন।

https://p.dw.com/p/3vuzc
জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ভ্যাকসিন ৮৫ শতাংশ কার্যকর। ছবি: Michael Ciaglo/Getty Images

গত আট মাসের তথ্য সামনে এনে জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ভ্যাকসিন করোনা রোখার ক্ষেত্রে ৮৫ ভাগ সফল। আর এই ভ্যাকসিন নিলে করোনা মারাত্মক হবে না বা হাসপাতালে ভর্তিরও খুব একটা দরকার হবে না। তাদের ভ্যাকসিন ডেল্টার মোকাবিলায় সফল বলে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে। 

কোম্পানি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত আট মাসের সংখ্যাতত্ত্ব বলছে, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের একটা ডোজ নিলেই করোনার অ্যান্টিবডি তৈরি হবে। যত দিন যাবে, তত এই অ্যান্টিবডি শক্তিশালী হবে। তাদের গত আট মাসের অভিজ্ঞতা এটাই।

ইউরোপের অবস্থা

জার্মানির মানুষকে অবিলম্বে ভ্যাকসিন নিতে বললেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জার্মানিতে এখন ডেল্টা প্রজাতির ভাইরাস ছড়াচ্ছে। ডেল্টার মোকাবিলা করতে গেলে ভ্যাকসিন নেয়া জরুরি। ডেল্টাকে আক্রমণের সুযোগ দেওয়ার বিষয়টি তাই সাধারণ মানুষের উপর নির্ভর করছে বলে তিনি জানিয়েছেন।

ডেলটা ভ্যারিয়েন্ট ও করোনা টিকা

রবার্ট কখ ইনস্টিটিউট জানাচ্ছে, জার্মানিতে এখন যাদের করোনা হচ্ছে, তাদের অর্ধেকই ডেল্টা প্রজাতির ভাইরাসে আক্রান্ত। 

জার্মানির ভ্যাকসিন কর্তৃপক্ষ এখন বলছেন, যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটা ডোজ নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ হিসাবে বায়োনটেক বা মডার্নার ভ্যাকসিনের একটা ডোজ নিন। এতে শরীরে করোনা প্রতিরোধের ক্ষমতা আরো বাড়বে।

অন্যদিকে ডেনমার্ক বলকান দেশগুলিকে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিম বলকানের দেশগুলি তাদের প্রতিবেশী। তাই তারা এভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন।

ইউরোর দর্শকদের জন্য

ইটালির কর্তৃপক্ষ ইংল্যান্ডের সমর্থকদের জানিয়ে দিয়েছেন, তাদের ইটালি এসে পাঁচদিন কোয়ারান্টিনে থাকতে হবে। তার প্রমাণ দেখাতে হবে। তারপরই তারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। শনিবার ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।

ইতালির কর্তৃপক্ষ উয়েফাকে অনুরোধ করেছেন, তারা যেন বৃহস্পতিবারের পরে কোনো টিকিট বিক্রি না করেন এবং ইংল্যান্ডের বাসিন্দাদের বিক্রি করা টিকিট যেন বাতিল করে দেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)