1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজিটাল মুদ্রা ‘লিব্রা' আনছে ফেসবুক

১৯ জুন ২০১৯

প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে গিয়ে ‘লিব্রা' নামে ক্রিপটোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিয়েছে ফেসবুক৷ এর মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং ছাড়িয়ে ই-কমার্স ও বৈশ্বিক লেনদেনে পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি৷

https://p.dw.com/p/3KhcJ
Symbolbild Facebook Börsengang im Mai 2012 Mark Zuckerberg
ছবি: dapd

এক ফেসবুক স্ট্যাটাসে মঙ্গলবার লিব্রা মুদ্রা আনার বিষয়ে বিস্তারিত জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ৷ ২০২০ সালের প্রথমভাগে ডিজিটাল মুদ্রাটি চালুর পরিকল্পনার কথা জানান তিনি৷

নতুন এই ক্রিপ্টোকারেন্সি আনার ক্ষেত্রে ২৮টি সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ‘লিব্রা অ্যাসোসিয়েশন' গঠন করেছে ফেসবুক৷

লিব্রা মুদ্রা জমা, খরচ ও লেনদেনের জন্য ‘ক্যালিব্রা' নামে নতুন ডিজিটাল ওয়ালেট তৈরি করেছে ফেসবুক৷ ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে এটাকে সংযুক্ত করা হবে৷

লিব্রা চালুর ঘোষণা দেওয়ার পরপরই তথ্যের গোপনীয়তা এবং সরকারি রেগুলেশনের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান৷ কারণ, কেমব্রিজ অ্যানালিটিকাসহ বিভিন্ন কাণ্ডে তথ্যের গোপনীয়তা নিয়ে সমালোচনার মুখে রয়েছে ফেসবুক৷

তবে ফেসবুক বলছে, বিশ্বব্যাপী প্রতিষ্ঠিতি ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে লেনদেন ব্যবস্থাকে শক্তিশালী করবে তারা৷ একইসঙ্গে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকেও আর্থিক সেবায় অন্তর্ভূক্ত করার লক্ষ্য তাদের৷

ফেসবুক লিব্রা প্রকল্পের প্রধান ডেভিড মারকাস জানান, রোমান আমলের পরিমাপক যন্ত্র ‘লিব্রা', জ্যোতিষশাস্ত্রে ন্যায়বিচারের প্রতীক এবং ফরাসি ভাষায় লিব্রা অর্থ ‘স্বাধীনতা'- এই তিন বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে নামটি নেওয়া হয়েছে৷ ‘‘স্বাধীনতা, ন্যায়বিচার ও অর্থ- এগুলোই মূলত আমরা করতে চাচ্ছি এখানে,'' বলেন তিনি৷

লিব্রা মুদ্রা আনার মাধ্যমে ম্যাসেজিং সার্ভিস থেকে গুটিয়ে লেনদেনের ব্যবসার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ যেটি এর মধ্যে চালু করেছে ‘উইচ্যাট'-এর মতো চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম৷

২০০৮ সালে বিশ্বব্যাপী যে আর্থিক মন্দার প্রেক্ষাপটে সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি ‘বিটকয়েন' এর যাত্রা শুরু হয়েছিল৷ প্রচলিত মুদ্রাব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসে ফাটল ধরায়, সেটাকে পুঁজি করে ডিজিটাল এই মুদ্রা চালু হয়৷

পরিচয় গোপন রেখে লেনদন করতে পারায় মানি লন্ডারিংসহ অবৈধ পণ্য কেনাবেচার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়৷ এছাড়া, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা লাখ লাখ ডলার খুইয়েছেন হ্যাকারদের কবলে পড়ে৷

বিটকয়েনের সাফল্য অনুপ্রাণিত হয়ে আরও প্রায় এক হাজারের বেশি ডিজিটাল মুদ্রার আবির্ভাব ঘটেছে৷ এর মধ্যে সফল হওয়া কয়েকটি হচ্ছে ইথেরিয়াম, জেডক্যাশ, বিটকয়েন ক্যাশ, রিপল ও লাইটকয়েন৷ ২০১৭ সালে হঠাৎ করে বিটকয়েনের অস্বাভাবিক লেনদেন ও মূল্যবৃদ্ধি ঘটায় বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল৷

এমবি/ (এপি, এএফপি, রয়টার্স)