1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'ডলার সংকটে এই গাড়ি বিলাসিতা করা যায়না'

২৫ মে ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশের(টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন," দুই কারণে এই গাড়ি কেনা বন্ধ করা উচিত। প্রথত, দেশের মানুষের ট্যাক্সের পয়সায় সরকারি কর্মকর্তাদর জন্য বিলাসবহুল গাড়ি কেনা যায়না। আর এখন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারই কৃচ্ছসাধনের কথা বলছে।যেটা নষ্ট হয়েছে সেটা রিপ্লেস করা যায়। কিন্তু এভাবে তো গাড়িবিলাস করা যায়না।”

https://p.dw.com/p/4gHLu