1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানি তেলের দাম আবার বাড়ায় তীব্র প্রতিক্রিয়া

১১ নভেম্বর ২০১১

বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন, জ্বালানি তেলের দাম আবার বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে সবক্ষেত্রে৷ আর বিশ্লেষকরা বলছেন, সরকার কোন নিয়মনীতি না মেনেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে৷

https://p.dw.com/p/1395A
জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকারছবি: picture-alliance/dpa

কোন আগাম ঘোষণা ছাড়াই গত মধ্যরাত থেকে নির্বাহী আদেশে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে৷ ফলে এখন কেরোসিন ও ডিজেল ৫১ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা, পেট্রোল ৮১ টাকা থেকে ৮৬ টাকা, অকটেন ৮৪ টাকা থেকে ৮৯ টাকা এবং ফার্নেস অয়েল ৫০ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে৷ গত ৬ মাসে এনিয়ে ৩ দফা জ্বালানি তেলের দাম বাড়ান হল৷ আর আসছে সপ্তাহে বাড়তে পারে সিএনজির দাম৷ জ্বালানি তেলের এই দাম বাড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ৷ তাদের মতে এতে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে৷ আর পরিবহণ ভাড়ার ক্ষেত্রে নৈরাজ্যের আশঙ্কা করছেন তারা৷ তাদের মতে সরকারকে এখনই পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে৷ কৃষকরা মনে করেন, অন্যান্য জ্বালানি তেলের সঙ্গে ডিজেলের দাম বাড়ায় সেচকাজ ক্ষতিগ্রস্ত হবে৷

Preistafel an einer Aral-Tankstelle Flash-Galerie
বিশ্বের সর্বত্রই বেড়েছে জ্বালানি তেলের দাম...ছবি: picture-alliance/dpa

জ্বালানি তেলের দাম বাড়ানোর এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসেন৷ তিনি মনে করেন সব পক্ষের সঙ্গে কথা বলে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে হবে৷

অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ মনে করেন, সাধারণ মানুষের সঙ্কট বাড়ার পাশপাশি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে৷ আর সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যে-হারে জ্বালানি তেলের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বাড়বে তার চেয়ে বেশি হারে৷ যাঁতাকলে পড়বেন সাধারণ মানুষ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য