1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুতোচোর শেয়াল

২৮ জুলাই ২০২০

নতুন এক জোড়া রানিং শু চুরি যাওয়ায় খুব মন খারাপ হয়েছিল ক্রিস্টিয়ান মায়ারের৷ চোর ধরতে সহায়তা চেয়েছিলেন সবার৷ জানা গেল, বার্লিনের ছোট্ট ওই এলাকায় মাত্র কয়েকদিনে অন্তত একশ জোড়া জুতা নিয়ে গেছে চোর৷

https://p.dw.com/p/3g2x6
নতুন এক জোড়া রানিং শু চুরি যাওয়ায় খুব মন খারাপ হয়েছিল ক্রিস্টিয়ান মায়ারের৷ চোর ধরতে সহায়তা চেয়েছিলেন সবার৷ জানা গেল, বার্লিনের ছোট্ট ওই এলাকায় মাত্র কয়েকদিনে অন্তত একশ জোড়া জুতা নিয়ে গেছে চোর৷
ছবি: picture-alliance/J. Carstensen

জার্মানির রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমে সেলেনডর্ফ এলাকার বাসিন্দা ক্রিস্টিয়ান মায়ার৷ খুব কষ্ট করে অবশেষে জুতোচোর ধরছেন তিনি৷

নিজের বা্ড়ির দরজার কাছ থেকে নতুন রানিং শু জোড়া হারিয়ে যাওয়ার পর কমিউনিটি নোটিসবোর্ড শেয়ার করার প্লাটফর্ম নেবেনআনডটডিই-তে বিষয়টা লিখে জানিয়েছিলেন ক্রিস্টিয়ান৷ চোর ধরতে এলাকাবাসীর সহায়তাও চেয়েছিলেন৷

একজোড়া জুতো চুরির কথা জানাতে গিয়ে তিনি তো অবাক! জানা গেল অনেকেই একই চিন্তায় চিন্তিত৷ বাইরে রাখলে তাদের জুতোও আর থাকছে না! স্লিপার, স্নিকার, স্যান্ডেল, রানিং শু থেকে শুরু করে কোনো ধরনের পাদুকাই আর নিরাপদ নয়, সব চলে যাচ্ছে চোরের ঘরে!

জুতোচোর ধরায় পুলিশ কতটা তৎপর হতো কে জানে! তবে ক্রিস্টিয়ান মায়ার পুলিশের দিকে তাকিয়ে না থেকে নিজেই নেমেছিলেন চোর ধরার কাজে৷

কাজ হয়েছে তাতে৷ এক জোড়া নীল জুতো নিয়ে যাওয়ার সময় চোর হাতেনাতে ধরা পড়েছে তার ক্যামেরায়৷

১০০ জোড়া জুতো চুরির হোতা কিন্তু কোনো মানবসন্তান নয়, সে এক ধূর্ত শৃগাল! তার কাছ থেকে তিন জোড়া জুতা উদ্ধারের খবরও দিয়েছে বার্লিনের সংবাদপত্র টাগেসশ্পিগেল৷

কেট মার্টির/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য