1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ে সফরে জয় ছাড়া কিছু ভাবছেনা বাংলাদেশ

১৫ জুলাই ২০১১

একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে এ মাসের শেষে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল৷ এজন্য আজ শুক্রবার ১৫ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হবে৷

https://p.dw.com/p/11vRA
Bangladeshis play cricket in Dhaka, Bangladesh on Tuesday March. 1, 2011. Bangladesh with India and Sri Lanka are co-hosting the Cricket World Cup. (Foto: Themba Hadebe/AP/dapd)
বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গেছবি: AP

সফরে টাইগারদের প্রত্যাশা সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সেকান্দর আলী বলছেন, বাংলাদেশ দল জয় ছাড়া অন্য কিছু ভাবছেনা৷ গত ছয় বছরে জিম্বাবোয়ের বিপক্ষে খেলা সব সিরিজে জিতেছে বাংলাদেশ৷ যদিও এসময় রাজনৈতিক কারণে জিম্বাবোয়ে দলটি ছিল অনেকটা দূর্বল৷

তবে বিশ্বকাপে মোটামুটি ভাল পারফরম্যান্স, দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ ও ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় - এসব কারণে একদিনের ম্যাচে বাংলাদেশ এবারও ভাল করবে এমন প্রত্যাশা সাংবাদিক সেকান্দর আলীর৷

তবে টেস্ট ম্যাচটি নিয়ে তিনি একটু শঙ্কায় রয়েছেন৷ কেননা প্রায় ছয় বছর পর জিম্বাবোয়ে টেস্ট খেলতে নামলেও তারা ইতিমধ্যে বিভিন্ন দেশের ‘এ' দলের সঙ্গে চারদিনের ম্যাচ খেলেছে৷ অন্যদিকে বাংলাদেশ টেস্ট খেলতে নামছে প্রায় ১৪ মাস পর৷ এবং এ সময়ে দলের বেশিরভাগ খেলোয়াড়ই চার বা পাঁচদিনের ম্যাচ খুব একটা খেলেননি৷

এছাড়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালের ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলাটাও একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সেকান্দর৷

উল্লেখ্য, জিম্বাবোয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট, হারারেতে৷ আর একদিনের ম্যাচগুলো হবে ১২, ১৪, ১৬, ১৯ ও ২১ আগস্ট তারিখে৷ সবগুলো ম্যাচই খেলা হবে দিনে৷

এদিকে বাংলাদেশের সেরা বোলার মাশরাফি বিন মোর্তজা সুস্থ হয়ে অক্টোবরের দিকে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করতে পারবেন বলে আশা করছেন সেকান্দর৷ আর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের মধ্যে দিয়ে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক