1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

২২ জুন ২০১২

জার্মানি বনাম গ্রিসের খেলায় জার্মানি জিতবেই এমনটা ধরে নেওয়া হচ্ছে জার্মানির ভিতরে৷ আর পরের কোয়ার্টার ফাইনালগুলোও যে জমজমাট হবে, তাতে সন্দেহ নেই অরুণাভ চৌধুরীর৷

https://p.dw.com/p/15JA1
Berlin/ Fans jubeln am Sonntag (17.06.12) auf der Fanmeile vor dem Brandenburger Tor in Berlin beim Public Viewing nach dem Ende des Spiels der Fussball-Europameisterschaft (EM) 2012 Daenemark - Deutschland, das Deutschland mit 2:1 gewann. Insgesamt werden bei der EM in Polen und der Ukraine 31 Begegnungen ausgetragen. Das Finale ist am 1. Juli 2012. (zu dapd-Text) Foto: Steffi Loos/dapd
ছবি: dapd

জার্মানি জিতছেই৷ এটা ধরে নিতে আর কোন আপত্তি নেই জার্মানদের৷ সমর্থকদের বা সকলেরই৷ কোচ ইওয়াখিম ল্যোভ মাথায় রাখছেন যে গ্রিস দলটা এ পর্যন্ত তাদের খেলায় ধারাবাহিকতা সেভাবে না দেখাতে পারলেও সাফ বুঝিয়ে দিয়েছে যে তাদের রক্ষণভাগ যথেষ্ট জমজমাট৷ তাই এ খেলাটা যে খুব সহজ হবেনা, তা সমর্থকরা মনে না রাখলেও কোচ মনে রেখেছেন৷

পাশাপাশি পোল্যান্ডের গডানস্ক বা ডানজিগ শহরে যেহেতু এই খেলাটি হবে, আর আয়োজক দেশ পোল্যান্ড এবারের ইউরোকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে, অতএব আদতে পোল্যান্ডের মানুষ, জার্মানির দুই নামজাদা ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজে আর লুকাস পোডোলস্কিকে খেলাবার কথা ভাবা হচ্ছে৷ যাতে পোলিশ দর্শকরা কিছুটা হলেও আনন্দ পান আর সেইসঙ্গে ক্লোজে আর পোডলস্কির কারণে জার্মানি পোল্যান্ডের দর্শকদের সমর্থনটাও নিজেদের দিকে টেনে নিতে পারে৷

Arunava Chaudhuri hat uns die angehängten Bilder geschickt (am 17.11.2010), die ihm auch gehören und stellt sie der DW-Bilderdatenbank zur Verfügung. Titel: Bayern Allstars in Kolkata Text: Towards Life Foundation (TLF) organized a Charity Football Match between FC Bayern Allstars Germany and East Bengal Allstar on 17 November 2010 at Yuba Bharati Krirangan (Salt Lake Stadium) in Kolkata. Arunava Chaudhuri also played for Bayern for a few minutes. Schlagwörte: Germany, India, Kolkata, Kalkutta, Calcutta, Indo-German, Bayern, football, allstars
অরুণাভ চৌধুরীছবি: DW

অন্য দুটো কোয়ার্টার ফাইনাল, শনিবারে ফ্রান্স বনাম স্পেন আর রবিবারে ইংল্যান্ড বনাম ইটালির খেলার প্রসঙ্গে প্রশ্নের জবাবে অরুণাভ-র জবাব প্রথমে ফ্রান্স আর স্পেনের খেলাটি নিয়ে৷ টুর্নামেন্ট শুরুর আগে বিশেষজ্ঞ অরুণাভ'র মনে হয়েছিল, এই দুটো দল ফাইনালে খেলবে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি৷ ফ্রান্স হচ্ছে অরুণাভ'র মতে এই টুর্নামেন্টের ডার্ক হর্স৷ সুতরাং এ খেলাটা দারুণ হবেই৷ স্পেনের খেলার সিস্টেমটা অবাক করছে অরুণাভকে৷ ওরা এবার ৪-৬-০ স্ট্র্যাটেজিতে খেলছে৷ যেটা এ পর্যন্ত পৃথিবীতে কেউ খেলেনি৷ বলছেন অরুণাভ৷ মাঝে মধ্যে টোরেসকে খেলাচ্ছে, কখনও আবার না৷ কোন বিশেষ স্ট্রাইকার নেই৷ ফলে পুরো জিনিসটা বেশ চোখে পড়ার মত৷ স্পেনের দলটাকে অসাধারণ বলে অরুণাভ বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে খেলাটায় নিজেদের দলের তারুণ্য আর প্রতিভার প্রমাণ রেখেছে ফ্রান্স৷ সুতরাং, তারা তো আর ছেড়ে কথা বলবে না!

ইংল্যান্ড বনাম ইটালির খেলাটায় কী হবে? অরুণাভর জবাব, এটা পৃথিবীর কঠিনতম প্রশ্ন৷ দুটোই ব্যালান্সড দল, ইংলিশ দলটার বৈশিষ্ট্য হল ওদের এবার রুনি ছাড়া কোন তারকাই নেই৷ তাই যেকোন ঝুঁকি নিতে ওরা তৈরি৷ আর ইটালির আজুরি ফুটবলের জাদু তো আছেই৷ যা আবার দেখা যাবে রবিবার সন্ধ্যায়৷

সাক্ষাৎকার: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য