1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরোয়ানা পৌঁছানোর আগে নর্ড স্ট্রিম হামলার সন্দেহভাজন পলাতক

১৫ আগস্ট ২০২৪

২০২২ সালে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় বার্লিনের জারি করা একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছিল পোল্যান্ড। কিন্তু ভোলোডিমির জেড নামের সন্দেহভাজন সেই ইউক্রেনীয় নাগরিক এরই মধ্যে পোল্যান্ড ছেড়ে চলে গেছেন।

https://p.dw.com/p/4jW3r
নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের গ্রাফিক্স
বাল্টিক সাগরের নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বরছবি: NDR

পোলিশ প্রসিকিউটররা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ওয়ান্টেড' ব্যক্তিদের তথ্যভাণ্ডারে জার্মানি তার নাম অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় এ ঘটনা ঘটেছে।

বাল্টিক সাগরের নীচে গ্যাস পরিবহণকারী কয়েক বিলিয়ন ডলার মূল্যমানের নর্ড স্ট্রিম ১ এবং ২ পাইপলাইনগুলো ২০২২ সালের সেপ্টেম্বরে একের পর এক বিস্ফোরণে বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর সাত মাস পর এই ঘটনা ঘটে।

জার্মান গণমাধ্যম এসজেড, ডি সাইট এবং এআরডি জার্মান তদন্তকারীদের সূত্র উল্লেখ করে জানিয়েছে, ভোলোডিমির জেড একটি ইউক্রেনীয় ডুবুরি দলের সদস্য ছিলেন। এই দলের সদস্যরাই জলের নীচে পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিল।

পোলিশ ন্যাশনাল পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র আনা আদামিয়াক জানিয়েছেন, জার্মান কর্তৃপক্ষ জুন মাসে ওয়ারশ জেলা প্রসিকিউটর অফিসে ভলোদিমির জেডের জন্য একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছিল।

রয়টার্সের প্রশ্নের উত্তরে দেয়া এক ফিরতি ইমেইলে আদামিয়াক অবশ্য ভলোদিমিরকে গ্রেপ্তার করতে না পারার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, " ভলোদিমির জেডকে আটক করা হয়নি, কারণ, জুলাইয়ের শুরুতে তিনি পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করে গেছেন।"

তিনি বলেন, "তার পক্ষে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অবাধে পারাপার সম্ভব হয়েছিল, কারণ, জার্মান কর্তৃপক্ষ ... তার নাম ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ফলে পোলিশ বর্ডার গার্ডের কাছে ভোলোদিমির জেডকে আটক করার কোনো তথ্য ও ভিত্তি ছিল না।"

পোলিশ আইনে অপরাধ তদন্ত চলাকালীন সন্দেহভাজনদের পুরো নাম প্রকাশের অনুমতি নেই।

জার্মানি জানিয়েছে, নর্ড স্ট্রিমে হামলার তদন্তের ফলে ইউক্রেনের সঙ্গে সম্পর্কে কোনো অবনতি ঘটেনি।

জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, "এই ঘটনার ফলে রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চ্যান্সেলর (ওলাফ শলৎস)।"

এ বিষয়ে মন্তব্য চাইলেও রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মান ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ও মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

নর্ড স্ট্রিম গ্যাস পাইপে হামলায় ইউক্রেনপন্থী গোষ্ঠী!

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য