জার্মানিতে বয়স্ক সেবার ওপর নির্ভরশীল ৪০ লাখ
১৫ ডিসেম্বর ২০২০জার্মানির পরিসংখ্যান দপ্তরের হিসেব অনুযায়ী ২০১৭ সালের শুরুতে দীর্ঘমেয়াদী সেবার একটি নতুন মেয়াদ চালু হওয়ার ফলে প্রায় সাত লাখ ১০ হাজার সেবাগ্রহণকারী বয়ষ্কের সংখ্যা বেড়ে যায়৷ ২০১৭ সালের ডিসেম্বর তুলনায় ২০১৯ সালে শতকরা ২১ ভাগ বৃদ্ধি পেয়েছে, এসব তথ্য জানিয়েছে মঙ্গলবার জার্মানির পরিসংখ্যান অফিস৷
২০১৯ সালে ৪০ লাখ ১৩ হাজার সেবাগ্রহণকারী বৃদ্ধের মধ্যে ৮০ শতাংশই বাড়িতে সেবা গ্রহণ করেন৷ তাদের সেবাদাতাদের বড় একটি অংশ ছিলো তাদের আত্মীয় বা পরিচিতজনেরা৷ সেবাদাতাদের মধ্যে ২৩ লাখের বেশি নিজেদের পরিবারের সদস্য৷ যারা নিজেদের বাড়ি থেকে সেবা গ্রহণ করেন তাদের সংখ্যা অবশ্য ২৭ শতাংশ বেড়েছে৷ অন্যদিকে সেবা গ্রহিতাদের এক পঞ্চমাংশ নার্সিংহোমে ছিলেন৷ অর্থাৎ ২০১৭ সালের তুলনায় নার্সিং হোমে থাকা মানুষের সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি৷
অন্য আরেক হিসেবে বলা হয়, বয়স বাড়ার সাথে সাথে সেবা গ্রহিতা বা নির্ভরশীল হওয়া বৃদ্ধের সংখ্যা বেড়েছে৷ ৭০ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে প্রায় আট শতাংশ এবং ৯০ বছরের বেশি বয়সিদের সেবা গ্রহণের কোটা বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৬ ভাগ৷
এনএস/কেএম (এএফপি)