1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পুলিশ হত্যার দায়ে বন্যপ্রাণী শিকারীর কারাদণ্ড

২ ডিসেম্বর ২০২২

হরিণ শিকারের ঘটনা ধামাচাপা দিতে এক ব্যক্তি পুলিশের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে৷ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে৷

https://p.dw.com/p/4KOYe
জার্মানির রাস্তায় পুলিশের গাড়ি
ছবি: Sebastian Gollnow/dpa

ঘটনাটি ঘটে এ বছরের ৩১ জানুয়ারি জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের কুজেল শহরের কাছে৷ সেদিন দুই পুলিশ অফিসার সেখানে একটি ভ্যানের গতিরোধ করে৷ ভ্যানে ছিল ২০টি মৃত হরিণ৷

শিকারী আন্দ্রেয়াস এস এবং তার সহযোগী ফ্লোরিয়ান ভি. বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধ উপায়ে বন্যপ্রাণী শিকার করে নিয়ে যাচ্ছিল৷

আদালতের অভিযোগে বলা হয়, আন্দ্রেয়াস হঠাৎ নারী পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায়৷ শটগান ও পশু নিধনের রাইফেল দিয়ে সে এক পুরুষ পুলিশ কর্মকর্তাকেও গুলি করে৷ গুরুত্বর আহত ওই কর্মকর্তাও পাল্টা গুলি চালান, তবে তা লক্ষ্যভেদ করেনি৷ আহত অবস্থায় তিনি কন্ট্রোল রুমে আক্রান্ত হওয়ার সংকেত পাঠান৷

এরপর আন্দ্রেয়াস আহত নারী পুলিশকে খুঁজে বের করে তার মাথায় গুলি করে৷ মৃত্যু নিশ্চিত করতেই তার মাথায় গুলি চালানো হয় বলে আদালকে জানানো হয়৷ নিজের অপরাধ লুকানোর জন্য সে দুজন পুলিশ অফিসারকে নির্মমভাবে খুন করে৷

এই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে৷ পুলিশ ঐ অঞ্চলে সাঁড়াশি অভিযান চালায়৷ খুনিদের সম্পর্কে খোঁজ দিতে জনজনকেও আহ্বান করে পুলিশ৷ পরের দিন পাশের এক রাজ্য থেকে আন্দ্রেয়াস ও তার সহযোগীকে আটক করা হয়৷

গত বুধবার দক্ষিণ-পশ্চিম জার্মান শহর কায়জার্সলাউটার্নের একটি আঞ্চলিক আদালত দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করার জন্য ৩৯ বছর বয়সি আন্দ্রেয়াসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে৷ বন্যপ্রাণী নিধনের অপরাধেও তাকে অভিযুক্ত করা হয়৷

তবে তার সহযোগী ফ্লোরিয়ানকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়নি৷ খুনিকে পালিয়ে যেতে সাহায্য করে বিচারকার্যে বাধা প্রদানের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে৷

একেএ/এসিবি (এএফপি, ডিপিএ)