1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসী পরিবারের মানুষ বেড়েছে

২৯ জুলাই ২০২০

অভিবাসীর অতীত আছে এমন মানুষের সংখ্যা জার্মানিতে বেড়ে দুই কোটি ১২ লাখ হয়েছে৷ ফলে বাবা বা মা অথবা দুজনই জার্মানির নাগরিক নন এমন মানুষ জনসংখ্যার ২৬ শতাংশ৷

https://p.dw.com/p/3g8B0
অভিবাসীর অতীত আছে এমন মানুষের সংখ্যা জার্মানিতে বেড়ে দুই কোটি ১২ লাখ হয়েছে৷ ফলে বাবা বা মা অথবা দুজনই জার্মানির নাগরিক নন এমন মানুষ জনসংখ্যার ২৬ শতাংশ৷
ছবি: picture-alliance/dpa/W. Grubitzsch

কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ড (জার্মান ভাষায় মিগ্রেৎসিয়নসহিন্টারগ্রুন্ড), অর্থাৎ বাবা-মায়ের মধ্যে যে-কোনো একজন, কিংবা দু'জনের কেউই জার্মান নাগরিক নন, এমন মানুষ দুই দশমিক এক ভাগ বেড়েছে৷ বাড়ার হার অবশ্য খুব বেশি নয়, বরং ২০১১ সালের পর থেকে সর্বনিম্ন৷

জার্মানিতে জন্ম নিলেই কোনো শিশু নাগরিকত্ব পায় না

‘ইউরোপীয়দের’ প্রাধান্য

অভিবাসী ব্যাকগ্র্রাউন্ডের দুই কোটি ১২ লাখ মানুষের মধ্যে শতকরা ৬৫ ভাগ-এর বাবা বা মা, অথবা দু'জনই এসেছেন ইউরোপের কোনো দেশ থেকে৷ তার মধ্যে ৩৫ ভাগ, অর্থাৎ, প্রায় পঁচাত্তর লাখের পিতা বা মাতার জন্ম ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশে৷ এশিয়ার দেশ থেকে আসা মানুষের সংখ্যা এখন ৪৬ লাখ৷ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ (৩২ লাখ) এসেছে মধ্যপ্রাচ্য থেকে৷ এছাড়া আফ্রিকার প্রায় ১০ লাখ এবং ৫০ হাজারের চেয়ে একটু বেশি মানুষ এসেছে নর্থ, সেন্ট্রাল এবং সাউথ অ্যামেরিকা ও অস্ট্রেলিয়া থেকে৷

তবে মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ডের মানুষদের মধ্যে এককভাবে তুরস্কের মানুষ সবচেয়ে বেশি৷ দুই কোটি ১২ লাখের শতকরা ১৩ ভাগই তুর্কি ব্যাকগ্রাউন্ডের৷

এসিবি/ কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য