জাপানের হাই স্পিড রেল দেখে মুগ্ধ সোয়ার্জেনেগার
১৪ সেপ্টেম্বর ২০১০হলিউড স্টার সোয়ার্জেনেগার এখন রয়েছেন এশিয়া সফরে৷ মঙ্গলবার তিনি জাপানের সর্বশেষ মডেলের বুলেট ট্রেনে চড়লেন৷ সোয়ার্জেনেগারের সঙ্গে রয়েছেন প্রযুক্তি, পর্যটন এবং বিনোদন শিল্পের প্রায় শ'খানেক প্রতিনিধি৷ রাজ্যের যোগাযাগ ব্যবস্থা উন্নয়নের ইচ্ছের পাশাপাশি আরো একটি ইচ্ছে রয়েছে তাঁর৷ আর তা হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে তাঁর রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদার৷
ব্যস্ত টোকিও স্টেশন থেকে গভর্ণর সোয়ার্জেনেগার সর্বশেষ সিরিজের ই-ফাইভ বুলেট ট্রেনের চালকদের কেবিনে উঠে বসেন৷ টোকিও'র উত্তরাঞ্চলের শহরতলি ওমিয়াতে যাওয়া এবং ফিরে আসার ৬০ মিনিটের এই রাউন্ড ট্রিপের পুরোটা সময় সোয়ার্জেনেগার ট্রেনেই ছিলেন৷ তিনি তাঁর এই সফরে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই বিশেষ রেলে ভ্রমনের ব্যাপারটি ছিমছাম,ঝামেলাহীন এবং খুবই আনন্দের৷ সোয়ার্জেনেগারকে ট্রেনের প্লাটফর্মে স্বাগত জানান জাপানের পরিবহণমন্ত্রী সেইজি মায়েহারা৷
২০৩০ সালের মধ্যে একটি উচ্চ গতি সম্পন্ন রেল ব্যবস্থা তৈরীর পরিকল্পনায় ক্যালিফোর্নিয়াকে সাহায্য করার চুক্তিটি পাবে বলেই আশা করছে জাপান৷ এই ট্রেন প্রতি বছর ৯০ মিলিয়ন যাত্রী বহন করতে পারবে৷ আর এই হাই স্পিড রেল ব্যবস্থার কেন্দ্র হবে লস এঞ্জেলেস- সান ফ্রানসিস্কো লাইন৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়