1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু সম্মেলনের সময়েই মানবাধিকার কর্মীর মৃত্যুর শঙ্কা

৮ নভেম্বর ২০২২

কারাগারে আটক ব্রিটিশ-মিশরীয় লেখক এবং গণতন্ত্রপন্থি কর্মী আলা আব্দুল ফাত্তাহ পানিও পান করছেন না৷ এ কারণে কয়েক দিনের মধ্যে তার মৃত্যুর আশঙ্কা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

https://p.dw.com/p/4JCic
মানবাধিকার সংস্থাটির শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে মিশরে চলমান জলবায়ু সম্মেলনের মাঝেই এই মানবাধিকার কর্মীর মৃত্যু হতে পারে৷
কারাবন্দি গণতন্ত্রপন্থি কর্মী আলা আব্দুল ফাত্তাহ পানিও পান করছেন না (ফাইল ফটো)ছবি: KHALED DESOUKI/AFP

মানবাধিকার সংস্থাটির শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে মিশরে চলমান জলবায়ু সম্মেলনের মাঝেই এই মানবাধিকার কর্মীর মৃত্যু হতে পারে৷

সম্ভাব্য মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড মিশরের কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন৷

‘‘তার (ফাত্তাহ) মৃত্যু ঠেকাতে হলে এখনই কিছু করতে হবে,'' বলেন তিনি৷

রোববার তিনি বলেন, ‘‘মিশরের মানবাধিকার পরিস্থিতির কারণে সেখানে অনুষ্ঠিত কপ-২৭ আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন ক্ষতিগ্রস্থ হতে পারে৷''

৪০ বছর বয়সি মানবাধিকার কর্মী আলা আব্দুল ফাত্তাহ তার আত্মীয়দের জানিয়েছেন, তিনি রোববার পর্যন্ত কেবল পানি পান করবেন এবং তারপর পানিও বন্ধ করার পরিকল্পনা করছেন৷ মিশরে ব্রিটিশ কনস্যুলারে প্রবেশের অনুমতি প্রদানে চাপ প্রয়োগ করতে গত প্রায় ২০০ দিন ধরে তিনি শুধু ১০০ ক্যালোরি খাদ্য গ্রহণ করেছেন৷

মুক্তির আহ্বান

এবারের জলবায়ু সম্মেলন মিশরে অনুষ্ঠিত হচ্ছে৷ এই সম্মেলনকে ঘিরে দেশটির মানবাধিকার কর্মী ও গণতন্ত্রপন্থি কর্মীদের দুর্দশাার বিষয়টি সামনে চলে আসে৷ তারা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির হাতে প্রচণ্ড দমন-পীড়নের মুখোমুখি হয়েছেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই সম্মেলন উপলক্ষে মিশরীয় সরকার ৭৫০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিলেও বিক্ষোভ দমন ও নজরদারি বাড়িয়েছে৷

অনেক আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থার মতো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আলা আব্দুল ফাত্তাহর আশু মুক্তি দাবি করেছে৷

‘‘জীবন বাঁচাতে আলা শুধু তার শরীরের উপর নির্ভর করছে৷ সে আর অন্যদের মতো জীবন যাপন করছে না,'' বলছিলেন ফাত্তার বোন সানা সেইফ৷

‘‘তার অবস্থা খুবই নাজুক৷ আমি তার বেঁচে থাকা নিয়ে শঙ্কিত,'' যোগ করেন তিনি৷

‘‘যখন শেষবার কারাগারে, প্লাস্টিকের পর্দার আড়াল থেকে তাকে দেখি, তখন তার শরীরে ছিল হাড্ডি আর চামড়া, চোখ দুটিও ভিতরে ডুকে গেছে এবং তার শরীরের শক্তি প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল,'' বলেন আলার বোন৷

আলার পরিবার রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মাধ্যমে একটি চিঠি প্রকাশ করেছে৷ চিঠিতে বলা হয়েছে, আলার মামলার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন৷

কে এই ফাত্তাহ, কেন তিনি বন্দি?

ফাত্তাহ একজন সফটওয়্যার ডেভেলপার, বিশিষ্ট লেখক এবং গণতন্ত্রপন্থি কর্মী৷ তিনি ২০১১ সালে মিশরে বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ ওই সময় হোসনি মোবারক সরকারের পতন ঘটে৷

যুক্তরাজ্যে জন্ম নেয়া আলা আব্দুল ফাত্তাহর মা একজন ডাক্তার৷

আলা গত ৮ বছরে বার বার আটক হয়েছেন৷ সর্বশেষ তাকে আটক করা হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে৷ তখন তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকা ও অপপ্রচারের অভিযোগ আনা হয়৷ পরবর্তীতে তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷

একেএ/এসিবি (এপি, ডিপিএ)