1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু তহবিল নিয়ে ব্যাপক দুর্নীতির আশঙ্কা

৩০ এপ্রিল ২০১১

জলবায়ু পরিবর্তন তহবিল ব্যবহারে সতর্কতামূলক দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল৷ প্রতিবেদনে জলবায়ু তহবিল নিয়ে ব্যাপকহারে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করে তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের তাগিদ দেয়া

https://p.dw.com/p/116tI
ঢাকাকে রক্ষার উদ্যোগ

তবে কোন একক দেশের জন্য নয়, বিশ্বের সব দেশের জন্যই এই সতর্ক বার্তা৷ ঢাকা থেকে এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান হিউগেট লাবেল রিপোর্টে বলেন, জলবাযু তহবিল যেহেতু অনেক বড় অংকের, তাই এখানে দুর্নীতির সুযোগও অনেক বেশি থাকবে৷ এজন্য সবার অংশগ্রহণে এই তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে৷ নয়তো এই তহবিল ক্ষতিগ্রস্তদের কাজে আসবেনা৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই রিপোর্টের ব্যাখ্যা দিয়ে বলেন, সতর্ক সংকেত সবার জন্য৷ যারা তহবিল দেবেন এবং যারা ব্যবহার করবেন উভয়ের জন্য৷ কারণ প্রতিশ্রুত অর্থ না দেয়াও অনিয়ম৷ তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবহারে প্রতিষ্ঠান মনোনয়নের ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে৷

Überfluntungen in Bangladesch
প্রতি বছর বন্যায় ডুবে যায় ঘরবাড়ি, গাছপালাছবি: Sophie Tarr

অর্থনীতিবিদ এবং জলবায়ু তহবিল নিয়ে আন্তর্জাতিক আলোচানায় বাংলাদেশের প্রতিনিধি ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, তহবিল নিয়ে উন্নত বিশ্ব ইতিমধ্যেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে৷ দুই বছরের মধ্যে ৩০ বিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও ২ বছর পার হয়ে গেছে কিন্তু দেয়নি৷ একশ' বিলিয়ন ডলারের তহবিলও অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷

বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের সহায়তার দিকে তাকিয়ে থাকেনি৷ নিজস্ব অর্থায়নে ২০০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল গড়ে তুলেছে৷ তিনি এই অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয়ের নিশ্চয়তা দেন৷

রিপোর্ট প্রদাণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য