1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলদস্যুদের কাছ থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার

১৭ মার্চ ২০২৪

সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার একটি মালবাহী জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী৷ এ সময় ১৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/4dol3
মাল্টার পতাকাবাহী এই জাহাজ এমভি রুয়েন
মাল্টার পতাকাবাহী এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা৷ জহাজটিকে উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে ভারতের নৌবাহিনী৷ ছবি: SpokespersonNavy via X via REUTERS

শনিবার ভারতের নৌবাহিনী জানায়, ৪০ ঘণ্টার অভিযান শেষে দস্যুদের হাত থেকে মাল্টার জাহাজ এমভি রুয়েন উদ্ধার করা হয়৷ 

সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ভারতের নৌবাহিনী জানায়, জাহাজে থাকা সোমালিয়ার জলদস্যুদের ৩৫ জনই আত্মসমর্পন করেছে৷ এরপর জাহাজটিতে কোনো অবৈধ অস্ত্র বা কোনো গুলাবারুদ আছে কি না তা যাচাই-বাছাই করে দেখা হয়েছে৷ 

অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বরেও নিশ্চিত করেছে ভারতের নৌবাহিনী৷ 

গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার উপকূলের ২৪০ কিলোমিটার দূরে সাগর থেকে জাহাজটিকে ছিনতাই করে সোমালী জলদস্যুরা৷ এরপর এই জাহাজটিকে তারা সমুদ্রে অন্য জাহাজের দখল নিতে ব্যবহার করতেন বলে জানা গেছে৷

গত কয়েক বছর সোমালিয়ার জলদস্যুদের তৎপরতা তেমন একটা দেখা যায়নি৷ তবে সাগরের এই অঞ্চল সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতায়, বিশেষ করে বিভিন্ন জাহাজে হুতিদের আক্রমণের কারণে, অস্থির হয়ে উঠেছে৷ এই সুযোগে সোমালিয়ার জলদস্যুরা আবারো তৎপর হয়ে উঠেছে৷

গত সপ্তাহে ২৩ জন নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা৷ সেই জাহাজটি ছিনতাইয়ের সময় এমভি রুয়েনকে ব্যবহার করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে৷ ইউরোপিয়ান মেরিটাইম সিকিউরিটি ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজটি নজরে রাখছে৷ 

আরআর/এআই (এপি, রয়টার্স)