1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জন ফিলিপ্স-এর ৭৭ তম জন্মবার্ষিকী

Debarati Guha৩০ আগস্ট ২০১২

গত শতাব্দীর ষাটের দশকে রক-পপ সংগীত জগতে বিপুল সাড়া জাগিয়েছিল সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস’৷ এই গোষ্ঠীর প্রধান, প্রতিষ্ঠাতা সদস্য জন ফিলিপ্স-এর ৭৭ তম জন্মবার্ষিকী ৩০শে আগস্ট৷

https://p.dw.com/p/15ztl
ছবি: Fotolia/Freesurf

বিখ্যাত মার্কিন সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'এর প্রধান, গীতিকার, সুরকার, বাদকও গায়ক হিসেবে জন ফিলিপ্স সুপরিচিত৷ ৬৫ সালে এই গোষ্ঠীর পরিবেশনায় ‘ক্যালিফোর্নিয়া ড্রিমিন' সংগীতটি তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ আজো চির সবুজ হয়ে আছে এই গান৷

জন এডমন্ড অ্যান্ড্রু ফিলিপ্স-এর জন্ম ১৯৩৫ সালে সাউথ ক্যারোলাইনায়৷ সেখানে তাঁর স্কুলের সহপাঠিদের সাথে লোক সংগীত গোষ্ঠী ‘দ্য স্মুথিস' এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ ১৯৫৩ সালে জর্জ ওয়াশিংটন হাই স্কুল থেকে স্নাতক হন তিনি৷ ৬১ সালে চলে আসেন নিউ ইয়র্কে৷ এখানে স্কট ম্যাককেঞ্জি ও ডিক ওয়াইসম্যানের সাথে গঠন করেন তিন সদস্যের লোক সংগীত গোষ্ঠী ‘দ্য জার্নিম্যান'৷ এ সময়ই বিখ্যাত গ্রিনউইচ ভিলেজে ‘অ্যামেরিকান ফোক মিউজিক রিভাইভ্যাল'-এ তাঁর পরিচয় হয় ডেনি ডোহার্টি ও কেস এলিয়ট এর সাথে৷ ৬৪ সালে ভেঙে যায় ‘দ্য জার্নিম্যান'৷ ৬৫ সালে তাঁর দ্বীতিয় স্ত্রী মিশেল, ডেনি ও কেস' কে নিয়ে জন গঠন করেন সংগীত গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'৷ এই গোষ্ঠী নিয়েই তিনি জয় করেন বিশ্বব্যাপী বিপুল সাফল্য ও জনপ্রিয়তা৷

Week 35/12 LS 4 Music - MP3-Mono

মতবিরোধের কারণে ৬৮ সালে এই গোষ্ঠীতে ফাটল ধরে৷ তার পরের বছরই জন শুরু করেন তাঁর একক ক্যারিয়ার৷ ৭০ সালে বেরোয় তাঁর প্রথম সোলো অ্যালবাম৷ ১৯৮১ সালে তিনি পুনর্গঠন করেন ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'৷ এই গোষ্ঠী নিয়েই জীবনের শেষ অবধি ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশ৷

তাঁর গোষ্ঠী ছাড়ও চলচ্চিত্র ও মিউজিক্যাল সহ আরো বহু খ্যাতিমান শিল্পীর জন্য সংগীত রচনা করেছেন জন৷ ৬৭সালে বিখ্যাত ‘মন্টেরে পপ ফেস্টিভ্যাল'এর তিনি ছিলেন অন্যতম আয়োজক ও পৃষ্ঠপোষক৷ ১৯৯৮ সালে জন এবং তাঁর গোষ্ঠী ‘দ্য মামাস অ্যান্ড দ্য পাপাস'-কে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম' এ অভিষিক্ত করা হয়৷ ২০০১ সালের ১৮ ই মার্চ ৬৫ বছর বয়সে লস এঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পাপা জন ফিলিপ্স৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য