1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশে উচ্চ সতর্কতা

৮ জুন ২০০৯

ইসলামি জঙ্গি ও সন্ত্রাসী চক্রের হামলার আশঙ্কায় বাংলাদেশ জুড়ে সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

https://p.dw.com/p/I5lj
(ফাইল ফটো)ছবি: AP

কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের এসংক্রান্ত একটি চিঠির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেয়৷

আইনমন্ত্রী শফিক আহমেদ রবিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘‘গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে যেকোনো ধরনের জঙ্গি হুমকি ও হামলা মোকাবেলার পদক্ষেপ নিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি৷''

স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য আওয়ামী লীগ সরকারের নানা প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের মধ্যে এই সতর্কতা জারি করা হল৷১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমানের শীর্ষ নেতাদের অনেকেই জড়িত বলে সন্দেহ করা হয়৷ ধারণা করা হয়, জামায়াত নেতারা পরোক্ষভাবে ইসলামি জঙ্গিদের মদদ দেয়৷

সম্প্রতি বাংলাদেশে দুবাই ভিত্তিক কথিত অপরাধ চক্রের হোতা দাউদ ইব্রাহিমের তিন সহযোগীকে বাংলাদেশ থেকে গ্রেপ্তারের পর পাল্টা আক্রমণের ভয় করছে নিরাপত্তা কর্মকর্তারা৷ গেপ্তারকৃতরা বাংলাদেশে দাউদের কর্মজাল বিস্তারের চেষ্টা করছিল বলে পুলিশ ও আদালতের কাছে স্বীকার করেছে৷

এছাড়া রয়েছে নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন (জেএমবি)এর তৎপরতা৷ সম্প্রতি পুলিশ ও বিশেষ বাহিনী ব়্যাবের অভিযানে জেএমবির পলাতক কয়েকজন জঙ্গি ধরা পড়ে৷

আইন প্রয়োগকারী সংস্থাগুলো এদের কাছ থেকেও হামলার আশঙ্কা করছে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক