1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

১৯ মে ২০১২

সারা বিশ্বে ত্রিশ কোটি টিভি দর্শক নাকি এই খেলা দেখবে, বলছে উয়েফা৷ বায়ার্ন এর আগে চারবার এই ট্রফি জিতেছে, শেষবার ২০০১ সালে৷ চেলসি জিতলে, জিতবে এই প্রথমবার৷ কিন্তু আজ কে জিতবে, বলা অসম্ভব, যদিও বায়ার্ন নিজের মাঠে খেলছে৷

https://p.dw.com/p/14yfK
---
Logos Bayern München Chelsea FC

দু'পক্ষের দুই কোচ, বায়ার্নের ইয়ুপ হাইনকেস এবং চেলসি'র - অস্থায়ী - কোচ রোবের্তো দি মাত্তিও, দুজনকেই একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়ে টিম নামাতে হবে, কেননা দু'দিকেই তিনজন করে প্লেয়ার হলুদ কার্ড পাওয়ার দরুণ খেলতে পারবে না৷ এছাড়া চেলসির ক্যাপ্টেন জন টেরি সেমিফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে রিটার্ন ম্যাচে লাল কার্ড দেখেন৷

হাইনকেস'কে বাদ দিতে হচ্ছে ডিফেন্সে হল্গার বাডস্টুবার এবং ডেভিড আলাবা'কে৷ তাদের জায়গায় সম্ভবত খেলবে আনাতোলি টিমোচুক ও দিয়েগো কন্তেন্তো৷ মাঝমাঠে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর পাশে খেলত লুইজ গুস্তাভো: সে'ও বাদ৷ চেলসি'র তরফে টেরি ছাড়াও থাকছে না ডিফেন্সে ব্রানিস্লাভ ইভানোভিচ, এবং মাঝমাঠে রামিরেজ ও রাউল মেইরেলেস৷

The trophy is seen prior to the UEFA Champions League final soccer match between Manchester United and Barcelona in Rome, Wednesday May 27, 2009. (AP Photo/Manu Fernandez)
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিছবি: AP

অবশ্য রুশ কোটিপতি রোমান আব্রামোভিচ দরাজ হাতে টাকা খরচ করে যে দল গড়ে তুলেছেন, তা'তে সবসত্ত্বেও গোলে চেস, বাকি দলে ল্যাম্পার্ড, মাটা, স্টারিজ, কালু এবং সবচেয়ে বড় কথা, আইভরি কোস্টের সেই হীরকখণ্ড দিদিয়ের দ্রোগবা থাকবেন৷ দ্রোগবা'র আবার হয়তো এটাই চেলসি'র হয়ে শেষ খেলা৷

বায়ার্নের চিন্তা হল ইংলিশ ফুটবলের গায়ের জোরি খেলা নিয়ে৷ কাজেই ক্যাপ্টেন ফিলিপ লাম বায়ার্নকে ফেবারিট হিসেবে দেখতে চান না৷ অপরদিকে রবেন'এর ঠাণ্ডা লাগার পালা চুকেছে৷ সাথে থাকছেন ফ্রঙ্ক রিবেরি৷ এবং গোল-গেটার হিসেবে মারিও গোমেজ'এর ওপর যে কোনো সময় নির্ভর করা চলে৷

সব মিলিয়ে বায়ার্নের সবচেয়ে বড় সুবিধে হবে: নিজেদের মাঠে খেলা৷ গোমেজ যেমন বলেছেন: ‘‘আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ, আমাদের কেবিন'' - না জিতে উপায় আছে কি? বিশেষ করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যখন ক্যাম্প ডেভিডে বসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে খেলা দেখছেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ, এএফপি, রয়টার্স)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য