1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

২৭ মার্চ ২০১২

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হবে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ৷ আগামীকাল অর্থাৎ বুধবার রাতে মাঠে নামবে এই দুই ক্লাব৷

https://p.dw.com/p/14Sjg
Champions League Viertelfinale 2011/2012 Infografik Auslosung DEU DW-Grafik: Olof Pock
তথ্যচিত্রে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব

এই খেলায় অলিম্পিক মার্সেই এর গোলরক্ষক স্টিভ মান্ডানাকে দলে পাওয়া যাবে না৷ মান্ডানার জায়গায় খেলবেন জেনারো ব্রাসিলিয়ানো৷ দলে থাকবেন না গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোলায়মান দিওয়ারা-ও৷ হাঁটুতে চোট পাবার ফলে চ্যাম্পিয়নস লীগের অন্য খেলাগুলোতেও আর অংশ নিতে পারবেন না দিওয়ারা৷

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার মারিও গোমেজ এখন দারুণ ফর্মে রয়েছেন৷ ক'দিন আগেই এক ম্যাচে চার গোল করেছেন তিনি৷ পাঁচ গোল করে ফুটবলের বিস্ময় বালক মেসিই শুধু এখন এগিয়ে আছেন গোমেজ এর চেয়ে৷

এছাড়া বায়ার্নের-ই আরেক খেলোয়াড় টোমাস ম্যুলার-ও খেলছেন দুর্দান্ত৷ খেলার রেকর্ড এবং খেলোয়াড়দের পারফর্মেন্স মিলিয়ে এই ক্লাবের মনোবল এখন চাঙ্গা৷ তাই বেশ আশাবাদী হয়ে আছেন বায়ার্ন মিউনিখের দর্শকরাও৷

তবে কিনা জার্মানদের সতর্ক করে দিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই-এর নতুন গোল রক্ষক জেনারো ব্রাসিলিয়ানো৷

জেনারো বলেছেন, এখনো যে কোনো মুহূর্তেই নিজেরা মাঠের দখল নিয়ে খেলার ফল বদলে দেবার ক্ষমতা রাখে মার্সেই৷ তাই, আগামীকালের কোয়ার্টার ফাইনালে জার্মান দর্শকদের জন্য কোনো একটা ‘আপসেট' ঘটিয়ে ফেলাটাও মার্সেই-এর পক্ষে অসম্ভব নয়৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য