1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যযুক্তরাষ্ট্র

চীন থেকে অ্যামেরিকা গেলে করোনা পরীক্ষা করতেই হবে

২৯ ডিসেম্বর ২০২২

চীন থেকে অ্যামেরিকায় যেতে গেলে কোভিড পরীক্ষার সার্টিফিকেট লাগবে। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে চড়া যাবে।

https://p.dw.com/p/4LVuV
ছবি: Kyodo/picture alliance

দিন কয়েক আগে চীন ঘোষণা করেছে, বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে আর কোনো কড়াকড়ি থাকছে না। কিন্তু অ্যামেরিকা জানিয়ে দিয়েছে, চীন থেকে কেউ যদি অ্যামেরিকায় ঢুকতে চান, তাহলে তাদের অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে এবং কোভিড-নেগেটিভ হতে হবে। চীনে যে হারে করোনা ছড়াচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।

আগামী ৫ জানুয়ারি থেকে এই কড়াকড়ি চালু করছে অ্যামেরিকা। মার্কিন ফেডারেল স্বাস্থ্য বিভাগের অফিসাররা জানিয়েছেন, দুই বছরের বেশি বয়সি সব যাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।  চীন, হংকং, ম্যাকাউ থেকে কোনো যাত্রী অ্যামেরিকার বিমানে বসলে আগে করোনা পরীক্ষা করাতেই হবে। সেই রিপোর্ট নেগেটিভ হলে তারা বিমানে চড়তে পারবেন।

ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। চীনে এখন করোনা ভয়ংকরভাবে ছড়াচ্ছে। সরকার তথ্য গোপন করছে বলে পশ্চিমা দেশগুলির অভিযোগ। মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, চীনে নতুন প্রজাতির ভাইরাস দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট তথ্য নেই। তাই এই ভাইরাস কতটা ভয়ংকর তা তারা বলতে পারছেন না।

ইটালিও একই পথে

ইটালিও জানিয়ে দিয়েছে, চীন থেকে তাদের দেশে আসতে গেলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্লেনে বসা যাবে।

ইটালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, চীন থেকে কোনো যাত্রী ইটালিতে পৌঁছাবার পরেও বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হবে। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপ খুবই জরুরি ছিল। করোনার নতুন প্রজাতির ভাইরাস থেকে ইটালির মানুষকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

উত্তর ইটালিতে ইতিমধ্যেই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চীন থেকে আসা যে দুইটি ফ্লাইটে করোনা পরীক্ষা করা হয়, সেখানে ৪৬ শতাংশ যাত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)