1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে আরও ৬ ব্যক্তিকে মৃত্যুদন্ড

১৬ অক্টোবর ২০০৯

চীনের আদালত সিনচিয়াং প্রদেশ উইগুর এবং হান জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গায় খুনের অপরাধে আরও ৬ ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে৷ মাত্র কয়েকদিন আগে একই মামলার আরেক রায়ে আরও ৬ জনকে ফাঁসির রায় দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/K7PW
ফাইল ফটোছবি: dpa

শিনজিয়াং প্রদেশে এ বছরের জুলাই মাসের দাঙ্গা হাঙ্গামায় জড়িত দুটি সম্প্রদায় হান চীনা ও উইগুর মুসলিম৷ বরাবরই চীনের উইগুর মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হান চীনা এবং সরকারের হাতে বৈষম্যের শিকার বলে অভিযোগ করে আসছে৷ ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে৷ তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, জুলাই এর দাঙ্গার ব্যাপকতা ছিল যে কোন সময়ের চেয়ে বেশি৷ জাতিগত ঐ দাঙ্গায় ১৯৭ জন নিহত হয়৷ আহত হয় অন্তত ১৬শ মানুষ৷ তবে রাজধানী উরুমচির নির্বাসিত গ্রুপগুলোর বারবার দাবি করে আসছে যে দাঙ্গায় অন্তত ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই উইগুর সম্প্রদায়ের৷ তারা দাবি করেছে, এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে অথবা নির্যাতনে৷কিন্তু সরকারি ভাষ্য হচ্ছে, ঐ দাঙ্গায় মারা যাওয়া অধিকাংশই হান সম্প্রদায়ের৷

সিনচিয়াং প্রদেশের উরুমচি শহরের আদালত বৃহস্পতিবার নতুন করে আরও ছয় জনকে মৃত্যুদন্ডাদেশ দেয়ার পরিপ্রেক্ষিতে ফাঁসির আদেশ পাওয়া ব্যাক্তির সংখ্যা দাঁড়ালো ১২ জনে৷ তবে নতুন ফাঁসির আদেশ পাওয়া ৬ জনের মধ্যে ৩ জনের সাজার মেয়াদ তিন বছর কমানো হয়েছে, যদিও সাজার মেয়াদ সাধারণত কমে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীর বেলায়, কোন ফাঁসির আসামীর ক্ষেত্রে নয়৷ আদালত একই মামলায় আরও ৩ জনকে যাবজ্জীবন এবং ৫ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দিয়েছে৷

জুলাই এর ঐ দাঙ্গার ঘটনায় ৪৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল৷এর মধ্যে ১০৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়৷ ২১ জনের বিরুদ্ধে খুনসহ নানা অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়৷ এই একুশ জনের প্রথম সাত জনের বিরুদ্ধে রায় দেয়া হয় গত সোমবার৷ সর্বশেষ রায় দেয়া হলো বাকি ১৪ জনের বিরুদ্ধে৷

নির্বাসিত উইগুরদের সংগঠন ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস এই বিচারকে প্রহসন বলে অভিহিত করে বলেছে, এ রায় কোনভাবেই মেনে নেয়া যায় না৷ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস নেতা রাবিয়া কাদির নিউজিল্যান্ড সফরকালে জানান, এই মৃত্যুদন্ড তাদের জনগণকে আরো প্রতিবাদী হতে সাহায্য করবে৷ রাবিয়া কাদির ফ্রাংকফুর্ট বইমেলায় যোগদানের পথে শুক্রবার বনে ডয়চে ভেলে ভবনে উইগুরদের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখবেন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক