1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা তরুণেরা এখন মিতব্যয়ী

১৯ সেপ্টেম্বর ২০২২

করোনা রুখতে জিরো-কোভিড নীতি গ্রহণের কারণে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ চীনের তরুণদের মধ্যে বেকারত্ব বাড়ছে, আবাসন খাতও ভালো নেই৷

https://p.dw.com/p/4H3H3
BG | China skatesurfing
বেইজিংয়ে তরুণ-তরুণীদের স্কেটিংছবি: TINGSHU WANG/REUTERS

এসব কারণে চীনের তরুণেরা মিতব্যয়ী হচ্ছেন৷ যেমন সাংহাইয়ের ৩৯ বছর বয়সি মার্কেটিং কনসালটেন্ট ডরিস ফু পশ্চিমা দামি ব্র্যান্ডের কসমেটিকস ছেড়ে চীনা ব্র্যান্ড ব্যবহার করা শুরু করেছেন৷ আগে নিয়মিত মেনিকিউর করতেন, এখনও করছেন না৷ চুল কাটা, নতুন স্টাইল করাও বাদ দিয়েছেন৷ একসময় বড় অ্যাপার্টমেন্ট কেনা, গাড়ির মডেল পরিবর্তন করার কথাও ভেবেছিলেন৷ কিন্তু এখন এসব আপাতত স্থগিত করে রেখেছেন৷

আরেক তরুণী ২৮ বছর বয়সি ইয়াং জুন আগে প্রতিদিন স্টারবাকসের কফি খেতেন৷ এখন খাচ্ছেন না৷ এছাড়া দামি ফরাসি ব্র্যান্ড জিভসিঁর কসমেটিকসের বদলে চীনা ব্র্যান্ড ফ্লোরেসিসের পণ্য ব্যবহার করছেন যার দাম প্রায় ৬০ শতাংশ কম৷

করোনার আগে ইয়াং জুনের ক্রেডিট কার্ডে অনেক ঋণ ছিল৷ এখন মিতব্যয়ী হয়ে খরচ কমানোয় তার ঋণ নেই৷ করোনা তাকে এসব শিখিয়েছে বলে রয়টার্সকে জানান তিনি৷ ‘‘আপনি আগের মতো চলতে পারেন না৷ যা আয় করছেন সব খরচ করলে হবে না,'' বলেন ইয়াং জুন৷

পরিসংখ্যান বলছে, করোনা শুরুর পর খুচরা বিক্রি কমেছে৷ মানুষ এখন সঞ্চয়ের দিকে নজর দিচ্ছে৷ চীনের কেন্দ্রীয় ব্যাংক বলছে বর্তমানে প্রায় ৬০ শতাংশ মানুষ খরচ করা বা বিনিয়োগ করার চেয়ে সঞ্চয়ে বেশি মনোযোগী হচ্ছে৷

মানুষের আচরণে এমন পরিবর্তন চীনের অর্থনীতির জন্য ভালো খবর নয় বলে মনে করছেন চায়না মার্কেট রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন কাভেনডার৷ কারণ চীনের জিডিপির অর্ধেকের বেশি আসে খুচরা বিক্রি থেকে৷

সরকারি হিসেব বলছে, চীনে ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার এখন ১৯ শতাংশ৷ জুলাইয়ে সেটি ২০ শতাংশ ছিল৷ অনেক তরুণকে বিশেষ করে যারা খুচরা ও ই-কমার্স কোম্পানিতে কাজ করেন তাদের বেতন কমাতে বাধ্য করা হয়েছে৷ ৩৮টি বড় শহরে গড় বেতন এক শতাংশ কমেছে৷

এই অবস্থায় মিতব্যয়ী জীবনযাপন করার উপায় নিয়ে বানানো ভিডিওগুলো সামাজিক মাধ্যমে জনপ্রিয় হচ্ছে৷ যেমন দেড়শ টাকায় কীভাবে রাতের খাবার বানাবেন সেই উপায় দেখিয়ে একশ'র বেশি ভিডিও বানিয়েছেন এই তরুণী৷ লাইফস্টাইল অ্যাপ শাওহংসু ও স্ট্রিমিং সাইট বিলিবিলিতে এগুলো বেশ সাড়া ফেলেছে৷

এছাড়া চীনের সবচেয়ে ব্যয়বহুল শহর শাংহাইতে ২৪ হাজার টাকায় মাস চলার চ্যালেঞ্জও সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)