1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিত্রনায়িকা দোয়েলের চিরবিদায়

২৯ ডিসেম্বর ২০১১

একসময়ের বিখ্যাত মডেল এবং জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী দোয়েল আজ সকালে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর৷

https://p.dw.com/p/13bIZ
ক্যান্সারে মারা গেছেন দোয়েলছবি: das fotoarchiv

আশির দশকে দোয়েল আমাদের সামনে আসেন৷ তখন তিনি মডেলিং করতেন বেশি, পাশাপাশি সিনেমায় অভিনয় করতেন৷ টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপনে এবং বিশেষ করে স্থিরচিত্রে তাঁকে দেখা যেত৷ ঈদের ফ্যাশন ম্যাগাজিনগুলোতে শাড়ি এবং সালোয়ার কামিজ পরা দোয়েল৷ এখনও মনে আছে বাজারে এসেছিল ওয়ান্ডার ওম্যান সালোয়ার কামিজ এবং সেই সালোয়ার কামিজের মডেল ছিলেন চিত্রনায়িকা দোয়েল৷

বাংলাদেশের চলচ্চিত্র জগতে একসময়ের ‘মিষ্টি মেয়ে' ছিলেন দোয়েল৷ শুভদা, রাজলক্ষী-শ্রীকান্তসহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি৷

দোয়েল বিয়ে করেছিলেন চিত্রনায়ক সুব্রতকে৷ সুব্রত দোয়েলের সঙ্গে নয় বরং অনেক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জুর বিপরীতে৷ সেই সুব্রতকে বিয়ে করেন দোয়েল৷ স্বামী সুব্রত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,‘‘শ্বাসকষ্ট এবং হৃদরোগসহ আরো নানান ধরণের ব্যাধিতে ভুগছিলেন তাঁর স্ত্রী৷ কিছুদিন আগে দোয়েলকে ধানমন্ডির ডিফাম হাসপাতালে ভর্তি করা হয় দোয়েলকে৷''

গত বছরের নভেম্বর মাসে দোয়েলের স্ট্রোক হয়৷ তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ঢাকাস্থ স্কয়ার হাসাপাতালে৷ প্রায় দুই সপ্তাহ অজ্ঞান থাকেন দোয়েল৷ এরপর তাকে স্থানান্তরিত করা হয় পিজি হাসপাতালে৷ প্রায় তিন মাস পর দোয়েলের জ্ঞান ফিরে আসে৷ কিন্তু তিনি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন৷ অর্থৎ পুরো শরীর অবশ হয়ে যায়৷ তখন তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ তিনি কথাও বলতে পারতেন না৷ জ্ঞান ফিরে আসার পর দোয়েল শুধু তাকিয়ে থাকতেন৷ চলাফেরা বা কথা বলা কোনটিই তিনি করতে পরেননি৷ এভাবেই তিনি বেঁচে ছিলেন৷ চিকিৎসকরা অবশ্য জানিয়েছিলেন, ‘‘দোয়েলের সুস্থ জীবনে ফিরে আসার কোন সম্ভাবনা নেই৷''

কয়েকদিন আগে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন দোয়েল৷ তাকে দ্রুত ক্লিনিকে নেয়া হয়৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হন চিকিৎসকরা৷ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেন সেই ‘মিষ্টি মেয়ে' দোয়েল৷ পেছনে রেখে গেলেন স্বামী সুব্রত এবং প্রিয় কন্যা দিঘিকে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য