1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার জামাত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি প্রসিকিউশন

১৩ জুলাই ২০১১

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামাতের ৪ নেতার বিরুদ্ধে আগামী ১লা আগষ্ট চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে৷ ব্যর্থ হলে তাদের জামিনের ব্যাপারে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল৷

https://p.dw.com/p/11thI
Four Jamat Leaders of Bangladesh Zulieferer: A H M Abdul Hai Eingestellt am 25. Juli 2010
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মেল্লাছবি: Harun Ur Rashid Swapan

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান এবং আব্দুল কাদের মেল্লাকে গ্রেফতার করা হয়েছে প্রায় এক বছর হল৷ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন টিম এখনো তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দিতে পারেনি৷ আর ট্রাইবুন্যালের আইন অনুযায়ী এক বছরের মধ্যে আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দেয়া না হলে তারা জামিন পেতে পারেন৷

নির্ধারিত মঙ্গলবার এই চার জামাত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি প্রসিকিউশন৷ আর সেই সুযোগ নেন আসামিদের আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম৷ তিনি ৪ জামায়ত নেতার জামিনের আবেদন জানিয়ে বলেন, আটকের পর প্রায় এক বছর হয়ে গেলেও প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ দাঁড় করাতে পারেনি৷ তাই তাদের জামিন পাওয়া আইনগত অধিকার৷

তবে প্রসিকিউশন জানায়, তাদের একবছরের সময়সীমা পুরোপুরি পার হয়নি৷এখনো কিছুদিন আছে৷ আগামী ১লা আগষ্ট পর্যন্ত সময় দেয় হলে তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারবেন৷ এক বছরের সময়সীমার মধ্যেই তা হবে৷ প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, আদালত তাদের আবেদন গ্রহণ করেছেন৷

১লা আগষ্টে জামায়াত নেতাদের জামিন আবেদনেরও শুনানি হবে৷

এদিকে এর আগে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন, চলতি জুলাই মাসেই যুদ্ধাপরাধীদের ট্রায়াল শুরু হচ্ছে৷ কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তা আর সম্ভব হচ্ছেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য