গ্রেপ্তার বিতর্কিত বক্তা কাজী ইব্রাহিম
২৯ সেপ্টেম্বর ২০২১মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেড এম রানা নামের এক ব্যক্তি প্রতারণার মামলা দায়ের করেছেন৷ এবং গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়েছে৷
রানার করা মামলায় একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে এবং গোয়েন্দা পুলিশের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য' দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷
ওসি আব্দুল লতিফ এই দুই মামলায় ইব্রাহিমকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন৷
মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গত মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়৷
কথিত এই ধর্মীয় বক্তা করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন৷
এ প্রসঙ্গে ঢাকার পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, ‘‘কাজী ইব্রাহীম সম্প্রতি বেশ কিছু বিষয়ে খুবই উগ্র বক্তব্য দিয়েছেন এবং অবৈজ্ঞানিক কিছু কথা বলেছেন৷''
করোনার টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে', ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে' ধরনের মন্তব্যসহ ইব্রাহীমের নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়৷ এক বক্তৃতায় তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ‘গাণিতিক সূত্রও' দিয়েছিলেন৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)