গ্রামীণ ব্যাংক
৩১ আগস্ট ২০১২গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগে চেয়ারম্যানের হাতে ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি হলেও এখনো অনুসন্ধান কমিটি গঠন করা হয়নি৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, এই আইন পরিবর্তনের কোন প্রয়োজন ছিলনা৷ এমডি নিয়োগে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ৩ সদস্যের অনুসন্ধান কমিটির প্রস্তাব করেছিল৷ তাদের প্রস্তাব কার্যকর হলে অনেক আগেই গ্রামীণ ব্যাংকের সংকট কেটে যেত৷ কিন্তু সরকার ড. ইউনূসকে কোনভাবেই গ্রামীণ ব্যাংকের কোন পর্যায়ে সম্পৃক্ত রাখতে চায়না৷ তাই আইন সংশোধন করছে৷ যার আসলে কোন যুক্তি নাই৷
তিনি বলেন, অন্যান্য বেসরকারি ব্যাংকের এমডি পরিচালনা পর্ষদ নিয়োগ করে৷ গ্রামীণ ব্যাংকেও তাই ছিল৷ কিন্তু গ্রামীণ ব্যাংকে সরকার তার অবস্থান সংহত করতেই আইন সংশোধন তরে সেই ক্ষমতা ব্যাংকের চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে৷ আর চেয়ারম্যান সরকারেরই মনোনীত৷
মির্জ্জা আজিজুল বলেন, এই ব্যাংকের পরিচালনায় কোন সমস্যা হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন দেশের দরিদ্র মানুষ বিশেষ করে মহিলারা৷ তাই তাদের কথা মাথায় রেখে সব পক্ষের কাজ করা উচিত বলে তিনি মনে করেন৷
তার মতে ব্যাংকটির সমস্যা সমাধান করতে হবে গণতান্ত্রিক উপায়ে৷ চাপিয়ে দেয়া কোন সিদ্ধান্তে সুফল আসবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন