1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেম অব থ্রোনসের প্রিকুয়েল আসছে

৩০ অক্টোবর ২০১৯

নতুন এই সিরিজের নামও ঠিক হয়ে গেছে- হাউজ অব দ্য ড্রাগন৷ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও এমি অ্যাওয়ার্ড জয়ী তুমুল জনপ্রিয় এ সিরিজের প্রিকুয়েল তৈরির তথ্য নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/3SDJf
ছবি: Imago/Cinema Publishers Collection

জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি গল্প গেম অব থ্রোনসে যে সময়ের কথা বলা হয়েছে, নতুন প্রিকুয়েলে দেখানো হবে তারও প্রায় ৩০০ বছর আগের ঘটনা৷

হাউজ অব দ্য ড্রাগন সিরিজটি মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড' অবলম্বনে তৈরি হবে৷ এতে দেখানো হবে হাউজ টারগারিয়ানের বিভিন্ন কাহিনী৷

গেম অব থ্রোনসে এমিলিয়া ক্লার্কের অভিনয় করা ডেনিয়েরিস টারগারিয়ান চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয় টারগারিয়ান বংশের কথা৷ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ডেনিয়েরিস ড্রাগনকে পোষ মানাতে পারতেন, এজন্য তার উপাধি দেয়া হয় মাদার অব ড্রাগনস৷

এইচবিওর মূল মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার মিডিয়া লস এন্জেলেসে এক অনুষ্ঠানে মঙ্গলবার নতুন সিরিজের ঘোষণা দেয়৷ তবে নতুন সিরিজে কারা কারা অভিনয় করবেন, কবে নাগাদ সেটি মুক্তি পাবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি৷

এডিকে (এপি, রয়টার্স)