1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসৌদি আরব

গুয়ানতানামো থেকে এক সৌদির ২১ বছর পর মুক্তি

৯ মার্চ ২০২৩

৯/১১-র টুইন টাওয়ার হামলায় জড়িত সন্দেহে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে৷ তারপর থেকে যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো কারাগারে ঘাসান আল শারবির প্রতিটি দিন কেটেছে নিজের দেশ সৌদি আরবে ফেরার অপেক্ষায়৷

https://p.dw.com/p/4OS3e
গুয়ানতানামো
গুয়ানতানামোছবি: Mark Wilson/Getty Images

অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো৷

বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানান, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে আটক সৌদি নাগরিক ঘাসান আল শারবিকে তার দেশে পাঠানো হয়েছে৷

আল শারবিকে ২০০২ সালে পাকিস্তানের ফয়সলাবাদ থেকে গ্রেপ্তার করা হয়৷ শুরুতে ফয়সলাবাদ কারাগারেই ছিলেন তিনি৷ পরে সৌদি এই প্রকৌশলীকে নিয়ে যাওয়া হয় গুয়ানতানামো কারাগারে৷ তাকে সন্দেহ করার কারণ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ৯/১১-র হামলার জন্য বিমান ছিনতাই করা দুই আল কায়েদা সদস্যের সঙ্গে তার বন্ধুত্ব ছিল৷ ওই দুই আল কায়েদা সদস্যের সঙ্গে একই ফ্লাইট স্কুলে ক্লাসও করেছেন তিনি৷

৯/১১ হামলার পর পাকিস্তানে চলে যান ঘাসান আল শারবি৷ ২০০২ সালে ফয়সলাবাদ থেকে তাকে গ্রেপ্তার করার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় আল শারবি বোমা বানানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়েছেন৷ তবে ২০০৮ সালে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়৷ কিন্তু তারপরও ছাড়া পাননি আল শারবি ৷ দীর্ঘ ২১ বছর বিনা বিচারে গুয়ানতামো বে-র যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি সংলগ্ন কারাগারে থাকতে হয় তাকে৷

আল শারবিকে এতদিন পর সৌদি আরবে ফেরানোর কারণ জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তথ্যানুসন্ধান করে দেখা গেছে, তিনি এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নন, তাই তাকে গুয়ানতানামো থেকে মুক্তি দেয়া হলো৷

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ডিওডি আরো জানিয়েছে, দেশে ফেরানো হলেও আল শারাবির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে এবং নিজের সম্পর্কে কিছু তথ্য যুক্তরাষ্ট্রকে জানানোর শর্তও মানতে হবে তাকে৷

৯/১১ হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই ছিলেন সৌদি আরবের নাগরিক৷

গুয়ানতানামোয় এক সময় মোট ৮০০ কয়েদি ছিল৷ তবে আল শারবি সৌদি আরবে ফেরায় সেখানে আর ৩১ জন কারাবন্দি রয়েছে৷

এসিবি/ কেএম (এপি, এএফপি, ডিপিএ)