গুগলের বিরুদ্ধে আদালতে বড় জয় এপিক গেমসের
১২ ডিসেম্বর ২০২৩এই মামলাটি ছিল গুগলের অ্যাপ স্টোর নিয়ে। এপিক গেমসের অভিযোগ ছিল, গুগল এখানে বেআইনিভাবে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করছে।
এপিক গেমসের সিইও সুইনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ''গুগলের বিরুদ্ধে তারা বড় জয় পেয়েছেন। আদালতের রায় তাদের পক্ষে গেছে।''
এপিক গেমস বনাম গুগলের মামলা
ক্যালিফোর্নিয়ার এই মামলা করা হয়। গত চার সপ্তাহ ধরে এর শুনানি চলছিল বলে সুইনি জানিয়েছেন।
সোমবার তিন ঘণ্টা ধরে শুনানির পর রায় দেয়া হয়।
তিন বছর আগে এই মামলা করা হয়েছিল। এপিক গেমসের অভিযোগ ছিল, প্লে স্টোরে গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করছে। তারা এখান থেকে কোটি কোটি ডলার রোজগার করছে।
এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল ট্রানসাকশন হলে গুগল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। অ্য়াপলও এই একই কাজ করে। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।
এবার কী হবে?
জেলা জজ জেমস ডোরান্টো এবার জানাবেন, গুগলকে এখন কী পদক্ষেপ নিতে হবে।
গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন।
হোয়াইট বলেছেন, অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গ্রাহকদের কাছে অনেক বেশি বিকল্প দেয়। অন্য মোবাইল প্ল্যাটফর্ম থেকে তারা অকপটভাবে কাজ করেন।
জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স)